রমজান মাসে কবরের কি হয়ে থাকে ? | রমজান মাসে কবরের ভিতর কি কি হয় | Koborer Ajab | islamic poth
koborer ajab, koborer ajab gojol, koborer ajab koto kothin gojol, koborer ajab waz, koborer ajab koto kothin ghazal, koborer ajab bangla, koborer azab dikhao, koborer ajab dua, koborer ajab bangla waz, koborer ajab jalsa , রমজানের প্রস্তুতি, রমজানে, রমজান, রমজানের ওয়াজ, রমজানের গজল , কবরের আজাব ভিডিও, কবরের আজাব ওয়াজ, কবরের আজাব, কবরের আজাব কত যে কঠিন গজল, কবরের আজাবের ওয়াজ, কবরের আজাব থেকে মুক্তির দোয়া, কবরের আজাবের দোয়া, কবরের আজাব থেকে বাঁচার দোয়া, কবরের আজাব ছবি ,
রমজান মাসে কবরের আজাব
রমজান মাসে কবরের ভিতর কি কি হয় , koborer ajab , koborer ajab koto khotin , রমজানে কবরের আজাব কি , রমজানের রোজা ফরজ, তারাবির নামাজ পড়ার নিয়ম, ইফতার ও সেহরির দোয়া , কবরের প্রথম প্রশ্ন কি , রমজানে কবরের আজাব মাপ , রমজানে কবরের আজাব বন্ধ , কবরের আজাব কত কঠিন , কবরের আজাব মাপ , কবরের আজাব কি কারণে হয় , ajab ki kobor , koborer ajab map , kobor bhoragn kar ajab , koborer ajab 2024 , koborer bhitor ki , রমজান মাসে কি কবরের আজাব বন্ধ থাকে , রমজান , কবর , আজাব ,
#islamicpoth
#কবরের_আজাব
#রমজান
#রোজা
#ইফতারি
#ইসলামিক_ভিডিও
আসসালামু আলাইকুম প্রিয় দর্শক
রমজান মাসে কি কবরের আজাব মাফ থাকে?
অনেক মানুষকেই বলতে শোনা যায়, ‘রমজান মাসে কবরের আজাব মাফ থাকে’। তাদের এ ধারণা ঠিক নয়; কুরআন-হাদিসে এ বিষয়ে কিছু বর্ণিত হয়নি।
তেমনিভাবে কিছু মানুষকে একথাও বলতে শোনা যায় যে, ‘দাফনের পর জুমা বা রমজান এলে কিয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ হয়ে যায়!’ এ কথারও কোনো ভিত্তি নেই।
আল্লাহ সবাইকে কবরের আজাব থেকে রক্ষা করুন! আসলে কবরের আজাব হওয়া না-হওয়ার সঙ্গে রমজানের কোনো সম্পর্ক নেই; ব্যক্তির ঈমান ও নেক আমলের সঙ্গে এর সম্পর্ক।
ব্যক্তির উচিত ওই সব কাজ থেকে বিরত থাকা, যার কারণে কবরের আজাব হয় এবং সাথে সাথে সেসব আমলের প্রতি যত্নবান হওয়া, যার মাধ্যমে কবরের আজাব থেকে রক্ষা পাওয়া যাবে বলে হাদিস শরীফে বর্ণিত হয়েছে।
তবে হ্যাঁ, রোজাদার অবস্থায় ইন্তেকাল করলে তার বিশেষ ফযীলত রয়েছে। হুযায়ফা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন- যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এক দিন রোজা রাখে এবং এ রোজা হয় তার জীবনের শেষ আমল (অর্থাৎ রোজাদার অবস্থায় তার ইন্তেকাল হয়) সে জান্নাতে প্রবেশ করবে।
(মুসনাদে আহমাদ, হাদিস ২৩৩২৪; আলআসমা ওয়াস সিফাত, বায়হাকী, হাদিস ৬৫১; মাজমাউয যাওয়ায়েদ, হাদিস ১১৯৩৫)
অর্থাৎ রোজাদার অবস্থায় ইন্তেকাল করলে, আশা করা যায়, আল্লাহ তাকে মাফ করে দেবেন। কিন্তু রমজান মাসে কবরের আজাব মাফ- এমন কোনো কথা পাওয়া যায় না।
সম্ভবত একটি বিষয় থেকে মানুষের মাঝে এ ভুল ধারণার সৃষ্টি হয়েছে।
নৃয়া হয়, (সারা মাস) একটি দরজাও বন্ধ করা হয় না। একজন ঘোষক ঘোষণা করতে থাকে- হে কল্যাণের প্রত্যাশী! আরো অগ্রসর হও। হে অকল্যাণের যাত্রী! ক্ষান্ত হও। আর আল্লাহ তাআলা এ মাসের প্রতি রাতে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন।
(সুনানে ইবনে মাজাহ, হাদীস ১৬৪২; সহীহ ইবনে খুযায়মা, হাদীস ১৮৮৩; মুসতাদরাকে হাকেম, হাদীস ১৫৩২)
এ বর্ণনার ‘জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়’- এখান থেকে হয়ত কারো মাঝে এ ধারণার সৃষ্টি হয়েছে যে, তাহলে রমজানে কবরের আজাবও বন্ধ থাকে।
যাই হোক, রমজানে জাহান্নামের দরজাসমূহ বন্ধ থাকে, প্রতি রাতে আল্লাহ বহু মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন এবং রোজাদার অবস্থায় ইন্তেকাল করলে আশা করা যায় আল্লাহ তাআলা মাফ করে দেবেন এবং জান্নাতে দাখেল করবেন- এগুলো সহীহ হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু রমজানে কবরের আযাব মাফ থাকে- এমন কোনো কথা পাওয়া যায় না। আজ কে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমিন ,
Информация по комментариям в разработке