১০০০ হাজার দেশি মুরগির ঘর তৈরি করতে আনুমানিক কত টাকা খরচ হতে পারে? - Krishi Poribar

Описание к видео ১০০০ হাজার দেশি মুরগির ঘর তৈরি করতে আনুমানিক কত টাকা খরচ হতে পারে? - Krishi Poribar

১০০০ হাজার দেশি মুরগির ঘর তৈরি করতে আনুমানিক কত টাকা খরচ হতে পারে? - Krishi Poribar

দেশে উন্নত জাতের মুরগি পালনে জনগণের উত্সাহ দিন দিন বেড়ে চলেছে। আর মুরগি পালনের জন্য আবহাওয়াও বেশ উপযোগী।

কেননা, ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে আমিষ জাতীয় খাদ্যের ঘাটতি কাটিয়ে ওঠা সম্ভব হচ্ছে না।

ফলে পুষ্টির অভাবে মানসিক বিকাশ বিঘ্নিত হচ্ছে দেশের অগণিত শিশুর। উন্নত জাতের একটি মুরগি ছয় মাস বয়সে ডিমপাড়া শুরু করে এবং বছরে ২০০ থেকে ২৫০ ডিম দেয়।

একটি মোরগের সংসার গড়তে প্রথমে প্রয়োজন হবে মুরগির ঘর ঠিক করা। মুরগির থাকার ঘর উচ্চতায় চার ফুট, প্রস্থে সাড়ে ৪ ফুট এবং দৈর্ঘ্য ৬ ফুট করুন।

এর ভেতরে ডিম পাড়ার খাঁচি, খাবার পাত্র ও জলর পাত্র রাখুন। আরও খেয়াল রাখবেন

ঘর সব সময় শুকনো ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। খোলামেলা স্থানে ঘর বানাবেন

ঘরের মেঝে তিন ইঞ্চি পুরু হয় এ পরিমাণ তুস, কাঠের গুঁড়া বা বালির সঙ্গে আধা কেজি গুঁড়া চূর্ণ ভালোভাবে মিশিয়ে সমানভাবে বিছিয়ে দিন।

মেঝের কাঠের গুঁড়া বা তুস ৭ দিন পরপর ওলট-পালট করে দেবেন। স্যাঁতসঁতে হলে বা জমাট বেধে গেলে তা পরিবর্তন করে দেবেন। ঘরে আটকে না রেখে বাইরেও মুরগি পালন করতে পারেন।

Комментарии

Информация по комментариям в разработке