Bari Kothay ~ Mousumi Bhowmik | বাড়ি কোথায় ~ মৌসুমী ভৌমিক

Описание к видео Bari Kothay ~ Mousumi Bhowmik | বাড়ি কোথায় ~ মৌসুমী ভৌমিক

#MousumiBhowmik, the legendary #SingerSongwriter is performing along with her band 'Parapar' at Gyan Manch, Kolkata. undoubtedly we can mark her as the Mother of Bengali #IndieSong

সবুজ সংকেতে
রাস্তা এপার ওপার করার সময়
পথের কোণে
সেদিন দুটো পড়ে-থাকা শব্দ পেলাম,
বাড়ি কোথায়?
সেই থেকে আমার সঙ্গে
ছায়ার মতন ঘুরছে ফিরছে
মাথার মধ্যে, পদ্যে গদ্যে,
গানের ছন্দে, হাওয়ার গন্ধে বাড়ি কোথায়?
সবুজ সংকেতে
তুমি ওপার থেকে আসছো যখন
তোমার মুখে, মুখের রেখায়,
চোখের ভিতর দেখতে পেলাম
বাড়ি কোথায়, বাড়ি কোথায়, বাড়ি কোথায়?
ও মস্ত বড় শহর, তোমার মানুষভিড়ে, ট্র্যাফিকতীরে
শব্দ এসে আছড়ে পড়ে, বাড়ি কোথায়?
তোমার বিজ্ঞাপনে, আলোর স্নানে,
শব্দ শুধু জ্বলে নেভে, বাড়ি কোথায়?
তোমার গাড়ির তোড়ে, পথের মোড়ে
শব্দ যেন ছুটে বেড়ায়, বাড়ি কোথায়?
তোমার আপন মনে ঘুমের কোণে
আসন পেতে শব্দ বসে, বাড়ি কোথায়?
এই রাত্রিজাগা সকালবেলায়,
শহর তোমার শব্দখেলায় বাড়ি কোথায়, বাড়ি কোথায়?
একই শব্দ একই শব্দ একই শব্দ শুনতে পাচ্ছি
সাদাকালো মুখের ভিড়ে
কেমন যেন মিশে যাচ্ছি বাড়ি কোথায়?
বাড়ি কোথায়, বাড়ি কোথায়, বাড়ি কোথায়, বাড়ি কোথায়, বাড়ি কোথায়?

Комментарии

Информация по комментариям в разработке