হিসাববিজ্ঞান ২য় পত্র ২য় অধ্যায় - রিমা ও সীমা

Описание к видео হিসাববিজ্ঞান ২য় পত্র ২য় অধ্যায় - রিমা ও সীমা

হিসাববিজ্ঞান ২য় পত্র ২য় অধ্যায় - রিমা ও সীমা #HSC #Accounting

রিমা ও সীমা একটি অংশীদারি কারবারের দুইজন অংশীদার। ২০২০ সালের ১ জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে ৪,০০,০০০ টাকা ও ২,০০,০০০ টাকা। তারা কারবারের লাভ-লোকসান মূলধন অনুপাতে বণ্টন করে নেয়। ব্যবসায় পরিচালনার জন্য অংশীদারগণ প্রতিমাসে যথাক্রমে ২,০০০ টাকা ও ১,৫০০ টাকা বেতন পাবে। অংশীদারগণ প্রতিমাসের শেষে যথাক্রমে ২,০০০ টাকা ও ১,২০০ টাকা করে সারা বছর নগদ উত্তোলন করে। মূলধন ও উত্তোলনের ওপর ১০% সুদ ধরতে হবে।
উপর্যুক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে ২০২০ সালের ৩১ ডিসেম্বর তারিখে কারবারের নিট মুনাফা দাঁড়ায় ২,০০,০০০ টাকা ।
ক.অংশীদারদের উত্তোলনের সুদ নির্ণয় কর।
খ.অংশীদারদের লাভ-লোকসান আবণ্টন হিসাব প্রস্তুত কর।
গ. রিমার মূলধন হিসাব প্রস্তুত কর।

Class Work: সুমি ও মিমি একটি অংশীদারি কারবারের দুইজন অংশীদার। তারা ৩ : ২ অনুপাতে লাভ-লোকসান বণ্টনের ভিত্তিতে বারবার পরিচালনা করে। ২০২২ সালের ১ জানুয়ারি তারিখে তাদের ব্যবসায়ের মূলধন ও চলতি হিসাবের উদ্ধৃত নিম্নরূপ ছিল :
সুমির মূলধন ১০০,০০০, মিমির মূলধন ৮০,০০০, সুমির চলতি হিসাব (ক্রেডিট) ১০,০০০, মিমির চলতি হিসাব (ক্রেডিট) ৬,০০০...
১ জুলাই তারিখে সুমি ১০,০০০ টাকা অতিরিক্ত মূলধন আনয়ন করে। মিমি সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য বার্ষিক ২০,০০০ টাকা বেতন পাবে। সুমি বছরের মাঝামাঝি ৩০,০০০ টাকা ব্যবসায়ে ঋণস্বরূপ আনয়ন করে। উক্ত বছরে সম্ভাব্য মুনাফার প্রত্যাশায় অংশীদারগণ যথাক্রমে ২৫,০০০ টাকা এবং ১৫,০০০ টাকা নগদ উত্তোলন করে। নগদ উত্তোলন ছাড়াও সুমি ৪,০০০ টাকার পণ্য উত্তোলন করে; যা হিসাবভুক্ত হয়নি। মূলধনের ওপর ১০% সুদ ধরতে হবে। উপর্যুক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে ২০২২ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরে ব্যবসায়ের নিট মুনাফা ৮০,০০০ টাকায় উপনীত হয় ।
ক. স্থিতিশীল পদ্ধতিতে সুমির মূলধন হিসাব প্রস্তুত কর।
খ. অংশীদারদের লাভ-লোকসান আবণ্টন হিসাবের ডেবিট দিকের দফাগুলোর পরিমাণ নির্ণয় কর।
গ. মিমির চলতি হিসাব প্রস্তুত কর।

#HSC #Accounting #HSC #Accounting#Mohive_Virtual_Academy #Mohive #Accounting

#HSC #Accounting#Mohive_Virtual_Academy #Mohive #Accounting#accounting
#mohive_virtual_academy
#Mohive #Accounting

Комментарии

Информация по комментариям в разработке