Ahad Agro Farm (কৃষক)

কৃষি উন্নত বিশ্বের অন্যতম প্রধান ও সম্মান জনক পেশার একটি । উন্নত দেশের কৃষক গন আধুনিক প্রযুক্তির ব্যবহার করেন। যথাযথ মাটি প্রস্তুত, অধিক ফলনশীল বীজ,পরিমিত সার ব্যবস্থাপনা ও রোগবালাই নিয়ন্ত্রণ এর মাধ্যমে ব্যপক উৎপাদন করেন। বাজার ব্যবস্থাও নিয়ন্ত্রিত, তাই কৃষক গন ভাল দাম পান। তাই তারা কৃষক দের অর্থনীতির মেরুদন্ড ভাবেন।

পক্ষান্তরে, বাংলাদেশের কৃষক গতানুগতিক ভাবে কৃষি কাজ করে।এখানে প্রযুক্তির ছোঁয়া নেই বললেই চলে। মাটি নির্বাচন ও প্রস্তুত,বীজ সংগ্রহ,সার ব্যবস্থাপনা, রোগবালাই নিয়ন্ত্রণ ও আবহাওয়ার জ্ঞান না থাকায় প্রায়ই ফসল নষ্ট হয়ে যায়। বাজার ব্যবস্থাও দালাল দের দখলে। ফলে কৃষি যেন অভিশাপ বর্তমানে।

প্রকৃতি ফাকা জায়গা,ফাকা রাখেনা। আমারা বিশ্বাস করি,শিক্ষিত,মেধাবি,নিবেদিত প্রাণ কৃষক দের হাত ধরে বাংলাদেশের কৃষি প্রযুক্তির শীর্ষে আরোহণ করবে। এরা রীতিমত গবেষণা করে কৃষির উন্নতি করবে। দালাল দের শিকল ছিড়ে খেত থেকে পাতে তুলে দিবে বিষ মুক্ত খাবার। মানুষ ভাল খাবে ভাল থাকবে। কৃষিতে দেশ হবে চীন এর মত সমৃদ্ধ। "ইনশাআল্লাহ"