Showrav Ahmed Shams

About Me | আমি সৌরভ আহমেদ শামস
Nothing fancy to say — আমি আল্লাহর এক বান্দা, বাড়ি নেত্রকোনা। ভিডিও বানানো আমার শখ, নিজের চিন্তা-ভাবনা গুলো মানুষকে শেয়ার করলে শান্তি পাই। যখন দেখি ১ জন মানুষও দেখছে আর ভালো মন্তব্য করছে, মনে হয় কিছু একটা করে যেতে পারছি।
এখন বাসায় বসেই ভিডিও বানাই। But future plan? বেড়িয়ে গিয়ে পাগলামি করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ!
What I create:
Study vlogs
Tech reviews (I only review what I use)
Interviews (বন্ধু-বান্ধব, টিচার — আপাতত পড়াশোনা বিষয়ক)
Nasheed videos(মানুষের থেকে চুরি করা বা মাইগগা নেইয়া)
আর যা মনে আসে, তাই!
আমাদের এলাকায় বলে “পাঁচ কামলার ভেউট্টা” — সব পারি, আবার কিছুই পারি না। তবু চেষ্টা করি।
অনেক প্ল্যান রেডি আছে — এখন বললে চ্যানেল ছাইড়া পালাইতে পারেন!
Stay with me. If Allah wills, অনেক কিছু দেখবেন ইনশাআল্লাহ।