পূর্ণব্রহ্ম শ্রীশ্রীহরিচাঁদ ঠাকুরের পরিচয় :
যখনে হরিচাঁদ আবির্ভূত হলো।
আমি হরি আমি হরি তিনবার বলিলো ।
অংশ অবতার যতো পূর্বেতে আইলো ।
আমি পূর্ণ জানি তারা সকলে জুটিলো ॥
মম শক্তি বহিবারে এরা নহে যোগ্য।
ভাবনা অতীত আমি নাহি দৃশ্য ভোগ্য Ⅱ
খণ্ড অবতারে যেবা এলো ধরা পরে ।
আপনা রাখিতে পূর্ণ ভজিলো আমারে ॥
রাম, কৃষ্ণ, বুদ্ধ, আদি অথবা গৌরাঙ্গ।
আমাকে সাধনা করে পেতে মম সঙ্গ ॥
পূর্ণ আমি সর্ব ময় অপূর্ণের পিতা।
সাধনা আমার কন্যা আমি জন্মদাতা ॥
শ্রীগৌরাঙ্গ হরিবলে রাম পূজে দুর্গা।
শ্রীকৃষ্ণের প্রেম দিলো রাধীকা বিসর্গা ॥
বুদ্ধের তপস্যা লাগে বুদ্ধ সাজিবারে।
বিনা সাধনায় এরা কিছু নাহি পারে ॥
আমি হরিচাঁদ এবে পূর্ণ অবতার।
অজর, অমর আমি ক্ষীরোদ ঈশ্বর ।