আগাম পেঁপে চাষে কৃষকের মুখে হাসি, Papaya Cultivation l Roza Agro

Описание к видео আগাম পেঁপে চাষে কৃষকের মুখে হাসি, Papaya Cultivation l Roza Agro

আগাম পেঁপে চাষে কৃষকের মুখে হাসি
============================
ঢাকার পাশ্ববর্তি জেলা মানিকগঞ্জ। এই জেলায় বিভিন্ন ধরনের শাকসবজির পাশাপাশি, নানা ধরনের ফল-ফলাদির চাষাবাদ হয়ে থাকে। ঢাকার পাশে হওয়ায় এসব এলাকার অধিকাংশ শাকসবজি বিক্রির জন্য ঢাকায় পাঠানো হয়। ফলে চাষীরা ভালো দামও পেয়ে থাকেন। এই জেলার সিংগাইর উপজেলার গাজিন্দা গ্রামের একজন চাষী মোঃ আইনাল মিয়া। তিনি এ বছরই প্রথম অন্যান্য ফসলের পাশাপাশি, ১ বিঘা বা ২৬ শতাংশ জমিতে আগাম দেশী জাতের পেঁপের চাষ করেছেন। কিভাবে তিনি পেঁপে চাষ করেছেন, কি কি পরিচর্যা করেছেন এবং এই ১ বিঘা জমিতে পেপে চাষে কেমন খরচ হয়েছে এবং কেমন লাভ আশা করছেন তিনি, সে-সম্পর্কে এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করবো। আশাকরি প্রতিবেদনটি দেখে আপনারা উপকৃত হবেন----------।

#rozaagro
#Papaya

Комментарии

Информация по комментариям в разработке