কে পাবেন মৃত ব্যক্তির ব্যাংকের টাকা - নমিনী না ওয়ারিশ ? | Nominee - Successor conflict

Описание к видео কে পাবেন মৃত ব্যক্তির ব্যাংকের টাকা - নমিনী না ওয়ারিশ ? | Nominee - Successor conflict

“নমিনী না ওয়ারিশ— কে পাবেন মৃত ব্যক্তির ব্যাংকের টাকা?”— এই নিয়ে সৃষ্ট ধোঁয়াশা যেন কাটছে না কিছুতেই! এই বিষয়ে সংশ্লিষ্ট আইনগুলোতে যেমন রয়েছে অস্পষ্টতা, তেমনি হাইকোর্ট বিভাগের একাধিক বেঞ্চ কর্তৃক প্রদান করা হয়েছে পরস্পর বিপরীতমুখী সিদ্ধান্ত। এমতাবস্থায় দ্বিধাগ্রস্ত অনেকেই আমাদের নিকট জানতে চেয়েছেন, আসলে কে পাবেন মৃত ব্যক্তি কর্তৃক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে গচ্ছিত টাকা— নমিনি না ওয়ারিশ? এই জনগুরুত্বপূর্ণ জিজ্ঞাসার উত্তর দিতেই আমরা নির্মাণ করেছি এই এপিসোডটি। আমরা আশা করি এপিসোডটি দেখার পর এই বিষয়ে আগ্রহীরা পেয়ে যাবে সর্বশেষ আইনি অবস্থান। এপিসোডটির গ্রন্থনা করেছেন কে আর চৌধুরী, উপস্থাপন করেছেন ব্যারিস্টার সাজ্জাদ হায়দার, পাঠ করেছেন ব্যারিস্টার রিমি নাহ্রীণ আর নির্মাণ করেছেন কামরুল হাসান ইমরান।

#lawtubebd #rightsofnominee #TheSuccessionAct1925 #ব্যাংককোম্পানীআইন #নমিনীনাওয়ারিশ

আইন সম্পর্কে আপডেট পেতে
ল'টিউববিডি-র চ্যানেলটি সাবস্ক্রাইব করুন 👇👇
   / @lawtubebd  

আমাদের ফেসবুক পেইজঃ   / lawtubebd  

Комментарии

Информация по комментариям в разработке