ভারত মহাসাগর | পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাসাগর | আদ্যোপান্ত | Indian Ocean | Adyopanto

Описание к видео ভারত মহাসাগর | পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাসাগর | আদ্যোপান্ত | Indian Ocean | Adyopanto

বিশ্বের তৃতীয় বৃহত্তম মহাসাগরের নাম ভারত মহাসাগর। ১৫১৫ সাল থেকে এটি পরিচিত ওশেনাস ওরিয়েন্টালিস ইনডিকাস বা ভারত মহাসাগর নামে। আর এ নামের জন্ম ভারত নাম থেকে। প্রাচীন ভারতীয়রা একে সিন্ধু মহাসাগর বা সিন্ধুর বিশাল সমুদ্র বলেও ডাকত। ১৮শ শতাব্দির মঝামাঝি পর্যন্ত একে বলা হতো পূর্ব মহাসাগর। তবে, ১৫শ শতাব্দীতে একদল চীনা অভিযাত্রী একে পশ্চিম মহাসাগর নাম দেয়। শুধু তাই নয়, হিন্দু মহাসাগর ও ভারতীয় মহাসাগর এমন বহু নামে ডাকা হতো একে। তবে প্রাচীন গ্রীক ভূগোল অনুযায়ী, গ্রীকরা ভারত মহাসাগর অঞ্চলটিকে এরিথ্রিয়ান সাগর বলে জানত। পরে যা পরিচিতি পায় ভারত মহাসাগর নামে ।

ইন্ডিয়ান ওশান ওয়ার্ল্ড এর নতুন ধারণা পেতে ও এর ইতিহাস নতুন করে লেখতে এই মহাসাগরের জন্য একটি নতুন নামের প্রস্তাব করা হয়। আর এই নতুন নামগুলো হল এশিয়ান সাগর এবং আফরাশিয়ান সাগর।

আদ্যোপান্তর এই পর্বে চলুন জেনে আসি ভারত মহাসাগর সম্পর্কে।


📌 সাবস্ক্রাইব করুন :    / adyopanto  
নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই "🔔" বেল আইকনে প্রেস করুন

💻 যুক্ত হোন:
ফেইসবুক:   / adyopanto  

💻 আমাদের ওয়েবসাইট:
https://www.atpoure.com

📌 For Copyright Related Issues, please contact us:
[email protected]

Комментарии

Информация по комментариям в разработке