আসলে- 'ভালো লাগা বলা হয়ে গেলেই বেড়ে যায় দূরত্বের দেয়াল'। সালমান হাবীব - কবিতায় গল্প বলা মানুষ

Описание к видео আসলে- 'ভালো লাগা বলা হয়ে গেলেই বেড়ে যায় দূরত্বের দেয়াল'। সালমান হাবীব - কবিতায় গল্প বলা মানুষ

❝এজন্যই কাউকে ভালো লাগলে বলতে নেই❞

নিজের একাকিত্বের কথা
কাউকেই জানান দিতে নেই।
নির্দিষ্ট কারো জন্য বুকের ভেতরটা ফাঁকা
লাগলে সেই শূন্যতার কথা তাকে জানাতে নেই।
কারো জন্য খুব করে পুড়ে গেলে
সেই পুড়ে যাওয়া আগুনের
আঁচটুকু তাকে বুঝতে দিতে নেই।

এতে করে প্রায়ই সেই মানুষটা
আপনাকে একা করে রেখে যাবে৷
খেলার ছলে হাতের আঙুলে দিয়াশলাইয়ের
কাঠি জ্বালানোর মতো প্রায়শই আপনার
ভেতরটাকে জ্বালিয়ে দিবে।

আসলে-
'ভালো লাগা বলা হয়ে গেলেই
বেড়ে যায় দূরত্বের দেয়াল'।

বই : আপনি আমার দুঃখ শব্দের বিসর্গ
সালমান হাবীব - কবিতায় গল্প বলা মানুষ

#salmanhabib

Комментарии

Информация по комментариям в разработке