ঐতিহ্যবাহী লুসাই গ্রাম সাজেক 🇧🇩 Lushai Heritage Village -Sajek | Sajek Valley | সাজেক ভ্যালি | Sajek | বাংলা ভিউ | Bangla View | banglaviewbv
মেঘের রাজ্য সাজেকের সবচেয়ে বৈচিত্রময় সৌন্দর্য হচ্ছে লুসাইগ্রাম। এই গ্রামের সৌন্দর্যে মুগ্ধতা আসবেই।পাহাড়ি সৌন্দর্যের সাজেক রাঙ্গামাটি জেলার একেবারে উত্তরে মিজোরাম সিমান্তে অবস্থিত। বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন হচ্ছে সাজেক। আয়তন প্রায় ৭০২ বর্গমাইল। সাজেকের উত্তরে ভারতের ত্রিপুরা, দক্ষিণে রাঙ্গামাটির লংগদু, পূর্বে ভারতের মিজোরাম ও পশ্চিমে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা অবস্থিত। ভূ-পৃষ্ঠ থেকে ১৮০০ ফুট উচ্চতার সাজেক ভ্যালি প্রাকৃতিক ভূ-স্বর্গ হিসেবে সকলের কাছে সমাদৃত। প্রকৃতি এখানে সকাল বিকাল রঙ বদলায়। মন যা চায় প্রকৃতি যেন সেইভাবেই উপস্থাপন হয়। সারি সারি পাহাড় আর পাহাড়ের গায়ে মেঘের চাদর দেখে যেকোনো বিষন্ন মন সৃষ্টির সৌন্দর্যে মেতে উঠে।নৈস্বর্গিক সাজেক ভ্যালিকে রাঙামাটির ছাদ বলা হয়। কর্ণফুলী নদীর উদ্ভূত সাজেক নদী থেকেই সাজেক ভ্যালির নাম এসেছে। সাজেকের কংলাক পাহাড় থেকে সূর্যোদয় আর সূর্যাস্ত দেখা যায় এবং হিলভিউ রুম থেকে সুউচ্চ সবুজের সমারোহ উপভোগ করা যায়। সাজেকে বাঁশের ব্যবহার সবচেয়ে বেশি। ক্ষুদ্র নৃ গোষ্ঠী মানুষেরা তাঁদের বাড়িঘর বাঁশের মাচানের উপর তৈরি করে বসবাস করে। পর্যটকদের থাকার ঘরগুলো বাঁশের মাচান দিয়ে তৈরি। পাহাড়ের গায়ে তৈরি করা এই ঘরগুলো যেন পাহাড়ের সৌন্দর্য বৃদ্ধি করে দিয়েছে বহুগুণ।
লুসাই নৃ-গোষ্ঠী বার্মা থেকে এসেছে বলে ধারণা করা হয় এবং তারা নিজেদের মঙ্গোলীয় জনগোষ্ঠীর বংশধর বলে পরিচয় দেয়। কিংবদন্তী অনুসারে চীন দেশের রাজা চিনলুং তাঁর বাবার সাথে মতের অমিল থাকার কারণে তাঁর অনুসারিদের নিয়ে বার্মায় (মিয়ানমার) চলে আসেন এবং সেখানে গ্রাম তৈরি করে বসতি স্থাপন করেন। পরবর্তীকালে উক্ত রাজার বংশধররা চিনহিলস, মনিপুর, কাছাড়, মিজোরাম, সাতিকাং (চিটাগাং) অঞ্চলে প্রায় দুশত বছর রাজত্ব করেন। এই রাজার উত্তরসূরী যাম্হুয়াকার রাজত্বকালে তাঁরা বঙ্গ দেশের রাঙ্গামাটি ও বান্দরবান জেলায় ছড়িয়ে পড়ে। এছাড়াও ভারতের মিজোরামে অনেক লুসাইয়ের বসবাস রয়েছে।
তাদের প্রধান খাদ্য ভাত ও শাকসবজি। তারা জুমচাষের মাধ্যমে ধান, শাকসবজি উৎপাদন করে। তাদের প্রিয় খাবারের মধ্যে ‘সা-উম-বাই’ (শূকরের তৈল, শাকসবজি ও কাঁচামরিচ দিয়ে তৈরি তরকারি) অন্যতম। মাছ, মাংস দীর্ঘদিন সংরক্ষণ করে রাখার উদ্দেশ্যে লুসাইরা মাচার উপর আগুনের তাপে সেগুলো ঝুলিয়ে রাখে এবং পরে রান্না করে খায়।
কিন্তু, কষ্টের কথা হচ্ছে, আজ তাদের অস্তিত্ব নেই বললেই চলে। সর্বশেষ আদমশুমারী মতে, লুসাই সম্প্রদায়ের ১ হাজার ৯৬ জন মানুষ প্রত্যন্তপর্বত ও আশেপাশে অবশিষ্ট রয়েছেন। এরমধ্যেই বিস্ময়কর ব্যাপার হচ্ছে, লুসাইদের শতকরা ৯৬% শিক্ষিত। তারা বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্তব্যরত রয়েছেন। উনবিংশ শতকের শেষার্ধে দুজন আর্থিংটন ব্যাপ্টিস্ট মিশনারি রেভা এফ.ডব্লিউ সেভিডজ ও রেভা জে.এইচ লরেইন এর প্রচেষ্টায় রোমান অক্ষরের অনুকরণে লুসাই বর্ণমালা তৈরি করেন। যুবকদের শিক্ষা দেওয়ার জন্য শিক্ষাকেন্দ্র নির্মাণ করেন। আস্তে আস্তে লুসাইরা পড়াশুনায় আগ্রহী হয়ে ওঠে। শিক্ষাকে তারা পূজার মতো করে দেখে। তারা মনে করে দেবতার সবচেয়ে বড় দান হচ্ছে শিক্ষা আর এই দান থেকে তারা যেন বঞ্চিত না হয় তার জন্য আপ্রাণ চেষ্টা করে এবং সফল হয় যেকোনো জাতিগোষ্ঠী থেকে বহুগুণ।
#লুসাই_গ্রাম_সাজেক
#বাংলা #ভিউ
#বাংলা_ভিউ
#banglabvview
#bangla_bv_view
#sajek_valley_travel_guide
#sajek_valley
#bangla_view
#banglaviewbv
#বাংলাভিউবাভি
#বাংলা_ভিউ
#বাংলাভিউ
#@banglaviewbv
#ভ্রমণ
#সাজেক_রাঙ্গামাটি
#Sajek_Rangamati
#Sajek
#bv
#rangamatir
Song: Thomas Gresen - Elevate
Music provided by Vlog No Copyright Music.
Video Link: https://bit.ly/3A2wbGx
-----------------------------------------------------------------------
Related tag :-
Lushai Heritage Village -Sajek,ঐতিহ্যবাহী লুসাই গ্রাম সাজেক,ঐতিহ্যবাহী লুসাই গ্রাম সাজেক 🇧🇩,Sajek Valley,সাজেক ভ্যালি,সাজেক,Sajek ,সাজেক রাঙ্গামাটি,Sajek Rangamati,সাজেকের অপরূপ সুন্দর লুসাই গ্রাম,The stunningly beautiful village of Lusai in Sajek,Beautiful place in Sajek,সাজেকের সুন্দর জায়গা,BD travel blog,ভ্রমণ ব্লগ,বাংলা ভিউ,Bangla View,banglaviewbv,travel blog,Travel with Bangla view,লুসাই গ্রাম,Lusai village,লুসাই একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী,The Lusai are a small ethnic group,ভ্রমণ গল্প,travel story, এক ভিডিওতে লুসাই গ্রামের সব,All of Lusai village in one video,লুসাই গ্রামের অজানা ইতিহাস,The unknown history of Lusai village
Информация по комментариям в разработке