দীর্ঘদিন যদি সরিষার খোল ভেজানো থাকে ফেলে না দিয়ে এই ভাবে ব্যবহার করুন/Green Friends/

Описание к видео দীর্ঘদিন যদি সরিষার খোল ভেজানো থাকে ফেলে না দিয়ে এই ভাবে ব্যবহার করুন/Green Friends/

#mustard_cake_fertilizer

সরিষার খোল আমাদের গাছের জন্য একটি গুরুত্বপূর্ণ খাবার। সরিষার খোল আমরা প্রত্যেককেই ব্যবহার করি ব্যবহার করি না এমন কোন লোক হতেই পারে না।
1 লিটার জলে 100 গ্রাম সরিষার খৈল ভিজিয়ে পনেরো কুড়ি লিটার জলে আমরা সমস্ত গাছে খেতে দিন।
তবেই সরিষার খোল ভেজাতে গিয়ে আমাদের একটি সমস্যা বড় হয়ে যায়।
সেটা হলো 1 লিটার জলে আমরা 100 গ্রাম সরিষার খোল ভেজানোর পর সবটা গাছে দেওয়া হয় না।
বা পাঁচ থেকে ছয় দিন পচানোর জন্য যেটা দরকার তার থেকে অনেক বেশি হয়ে যায়।
যেমন কারো 10 দিন কারোর পনেরো দিন কারো বা কুড়ি দিন হয়ে যায়।
গাছের ব্যবহার করার মতন সেই ভাবে কেউ সময় পায়না।
অনেক সময় বৃষ্টির কারণে আমরা গাছে দিতে পারিনা টবের মাটি ভেজা থাকে বলে।

তবে এখন আপনাদের বলব এইভাবে সরিষার খোল ব্যবহার করুন।
যদি নষ্ট হয়ে যায় বা কাছে দিলে ফাঙ্গাস ধরবে মনে হয়।
তাহলে জৈব ফাংগিসাইড ব্যবহার করুন।
এবং সেই দলটি গাছের মধ্যে ফেলে দিন।
কিভাবে গাছে ব্যবহার করবেন সেটা সম্পূর্ণ এই ভিডিওতে দেখানো হয়েছে।
এই সরিষার খোল এর সাথে কিছুটা হিউমিক অ্যাসিড মিশিয়ে দিন।
তাহলে কাছের কোন ক্ষতি বা অসুবিধা হবে না।

যদি পোকা হয় তাহলে ভালো করে ছেঁকে নিতে পারেন।
বা সামান্য পরিমাণে ফাংগিসাইড যদি মিশিয়ে দু'ঘণ্টা রাখেন তাহলে পোকাগুলো সব অটোমেটিক মরে যাবে।
সেই জল ও আপনারা ব্যবহার করতে পারবেন।
এছাড়াও আপনাদের দীর্ঘদিন বাড়িতে থাকা গুরু সরিষার খোল।
তিন থেকে চারদিন প চানোর পর ব্যবহার করতে পারবেন।

সরিষার খোল মাসে একবার শীতের গাছের জন্য মাসে তিনবার ব্যবহার করতেই পারেন।
সরিষার খোল এর মধ্যে সব ধরনের গুনাগুন আছে যেগুলো আমাদের গাছের দরকার।

Green friends mini Store Phone number 8240939503.
আপনাদের গাছের জন্য যা যা খাবার দরকার যা যা মেটেরিয়াল দরকার সবকিছু পেয়ে যাবেন আপনাদের নিজের স্টোরে.
আপনি যদি আসতেন নাও পারেন বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে এখানে।
তবে সম্পূর্ণ ট্যাক্সি ভাড়া আপনাকে পে করতে হবে।
বাকুরিয়ারের মাধ্যমে আপনাকে নিতে হবে পোস্ট অফিসের মাধ্যমে আপনাকে নিতে হবে।
তার সম্পূর্ণ বিল আপনাকে পে করতে হবে।

এখানে জৈব প্রোডাক্ট জৈব খাবার জৈব কীটনাশক জৈব ফাংগিসাইড সবকিছুই পাওয়া যায়।

সম্পূর্ণ পরিচালনা করেন Green Friends



রোজ দুপুরে একটাই নতুন ভিডিও থাকে আপনাদের জন্য।
ভিডিও ফলো করলে সবকিছু বুঝতে পারবেন।

Комментарии

Информация по комментариям в разработке