পোকা আর হবেনা ভেজানো সরিষার খোলে, জৈব অণু খাদ্যের ব্যবহার, গুরুত্বপূর্ণ টিপস্ এই ভিডিওতে

Описание к видео পোকা আর হবেনা ভেজানো সরিষার খোলে, জৈব অণু খাদ্যের ব্যবহার, গুরুত্বপূর্ণ টিপস্ এই ভিডিওতে

What are the insects in your mustard shell?
আর কোনদিনও পোকা হবে না আপনার ভেজানো সরষের খোল বাদাম খোল।

তিনদিন চারদিন ভেজালে তার কোনো সমস্যা হয় না কিন্তু কোন কারণে যদি পাঁচ থেকে ছয় দিন হয়ে যায় তাহলে ছোট ছোট গুটি গুটি পোকা ভরে যায় আমাদের সকলের সরিষার খোল এর মধ্যে।

দেখে সত্যিই ঘেন্না লাগে। সহজভাবে রোজ যদি একবার করে সরিষার খোল টিনের এদেন কোন একটি লাঠি দিয়ে তাহলে কিন্তু কোনদিনও আর পোকা হবে না।

আরো বেশকিছু ফর্মুলা নিয়ে আলোচনা করা হয়েছে এই ভিডিওতে তবে সম্পূর্ণটাই আমার নিজের অভিজ্ঞতা থেকে এই ভিডিওটি আমি করছি আপনাদের জন্য।

নিজে কিছু শিখে সেটা যদি আপনাদের মধ্যে ছড়িয়ে দিতে পারি এর থেকে সার্থকতা আর কোন কিছু হতেই পারে না কারণ সরষের খোল যদি আপনি নিম খোল দিয়ে ভেজানো সে ক্ষেত্রে অনেকটা গন্ধ কম হবে।

এছাড়া প্রকার সমস্যা থাকছেনা এর সাথে আপনারা অনুখাদ্য কিভাবে ব্যবহার করবেন সেটাও আলোচনা করা হয়েছে এই ভিডিওর মাধ্যমে।

সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আমাদের মিলন উৎসবে কিভাবে আসবেন আলোচনা করেছি অবশ্যই আপনারা মিলন উৎসবে আসবেন।

8240939503 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নাম নথিভুক্ত করতে হবে.

সকলকে আসার জন্য আহ্বান জানানো হচ্ছে এই অনুষ্ঠানে সকলের তাই সবাই মিলে আসতে পারেন এই অনুষ্ঠানে.

Комментарии

Информация по комментариям в разработке