নষ্ট শৈশব | কলমে : পদ্মাবতী মন্ডল | কন্ঠে : পার মিতা |

Описание к видео নষ্ট শৈশব | কলমে : পদ্মাবতী মন্ডল | কন্ঠে : পার মিতা |

#paromita #spoil_childhood #paromitar_kobita

#নষ্ট_শৈশব
#পদ্মাবতী_মন্ডল

ওরা আমার শৈশবটাকে নষ্ট করে দিয়েছে, ওরা আমার ছেলেবেলার খেলার মাঠ টাকে গন্ডি বদ্ধ করেছে। ছোটোবেলা থেকেই আমি পড়াশোনায় ভালো ছিলামনা, পরিবারে সবাই উঠেপড়ে লেগেছিল আমাকে তথাকথিত টপার করার জন্য। সমস্ত রকম সুযোগ সুবিধাই আমি পেয়েছি ছোটথেকে , বাবা একটা নামকরা কলেজের অধ্যাপক ছিলেন,
বেতনের অর্ধেক টাকায় খরচা করতেন আমার পড়াশোনার জন্য, কিন্তু পড়াশোনার a2+ b2 আমার মগজে ঢুকতো না । কিন্তু ওদের দাবী ছিল টিউশন মাস্টারের ফিজ আর নতুন ব‌ইয়ের খরচা যেন আমার মার্কসিটে উঠে আসে । রেজাল্টের দিন বাবা নিজে বাইকে করে স্কুলে নিয়ে যেতেন ! আর যখন দেখতেন আমি ছাড়া ক্লাসের বেশির ভাগ স্টুডেন্ট অঙ্কে A+ পেয়েছে তখন শুরু হত ওনার হিসেব কষতে বসা ! আমাকে এমনটাও শুনতে হত ... "জানো অমুকের ছেলে অঙ্কে ন'য়ের ঘরে , ওকে তো ওর বাবা স্পেশাল টিউশনিও দেননি , যেটা আমি তোমাকে দিয়েছি ! তোমার জন্য একস্ট্রা রেফারেন্স আর গাইডেন্স বুক ! এরপরেও ও বেশি পেল কেমন করে ! তোমার পিছনে এত কিছু করছি অথচ তোমার কোনো হেলদোল নেই ! কিস্সু হবেনা তোর দ্বারা ! আমার সমস্ত পরিশ্রম বৃথা !"

বাবার মুখ থেকে কিস্সু হবেনা কথাটা আমি আগেও অনেকবার শুনেছি , স্কুলে একবার কুইজ কম্পিটিশনে নাম লিখিয়ে দিয়েছিল বাবা, আমি দুটো প্রশ্নের ভুল উত্তর দিয়ে সেকেন্ড হয়েছিলাম ! তখন‌ও শুনেছিলাম যে আমার দ্বারা কিস্সু হবেনা ! আসলে অঙ্ক ইংরেজি টা কেমন গোলমেলে ! ফুটবল কিংবা ক্রিকেটের মত নয় ! আগের বারের ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফিটা মা সরিয়ে রেখেছে আলমারি থেকে ! বাবা দেখতে পেলেই ওটার জায়গা আলমারি থেকে ডাস্টবিনে হত !

আমার প্রথম ছবিআঁকার খাতাটাও বাবা ছিঁড়ে ফেলেছেন, আসলে পড়াশোনা করে বাবার মত নামকরা অধ্যাপক হ‌ওয়াটাই আমার জীবনের প্রথম লক্ষ্য হ‌ওয়া উচিৎ ,এটা অবশ্য বাবা মনে করতেন!

মায়ের কাছে এসে কোলে মাথাটা নুইয়ে যখন শুতাম মা বলতো "আজ স্যারের হোম‌ওয়ার্ক গুলো করিসনি নাকি , উনি তোর বাবাকে নালিশ করেছেন, বলেছেন তোর মত ছেলের পিছনে টাকা খরচা করার থেকে ঐ টাকা দিয়ে পথকুকুর দের খাওয়ানো ভালো, উনি সামনের মাস থেকে আর এবাড়ীতে পড়াতে আসবেন না, তোর বাবা যেন অন্য মাস্টার দেখে নেয় ! "

মা'কে দেখেছি অনেকবার আমার ট্রফিগুলো নিয়ে ঝারামোছা করতে, আসলে মা জানতো আমি ক্রিকেট খেললে সচিন কিংবা সৌরভ হতে পারতাম, কিন্তু বাবা আর দাদু চান আমি একজন নামকরা অধ্যাপক হ‌ই !

আমাকে বিকেলে বন্ধুদের সাথে খেলতে দেওয়া হতনা , আমাকে বাগানে যেতে দেওয়া হতনা, জানলা খোলা রাখলে রাস্তায় লোক দেখে মনযোগ নষ্ট হতে পারে বলে সবসময় জানলা বন্ধ করে রাখতে হত, চারদেওয়ালে বন্দি থাকতে থাকতে এসময় এ ঘরেই বড় হয়েছি, আমার বন্ধুরা টেনেটুনে পাশ করে কেউ ব্যাবসা কেউ চাকরী বেছে নিয়েছে, কিন্তু আমি পারিনি! সবসময় ওরা বলতো এভাবেই ইঁটের মত পড়ে থাকো ! তোমার দ্বারা কিস্যু হবেনা !

এটা শুনতে শুনতে‌ই বড় হয়েছি, শৈশবের সুখটা সেভাবে পাইনি ! সবসময় সবার কাছ থেকে নেগেটিভ কিছু শুনতে শুনতে একসময় আমিও এটা মেনে নিয়েছিলাম সত্যিই হয়ত আমার দ্বারা কিছুই হবেনা ! বহুদিন অযত্ন করেছি নিজের, একা থাকতে থাকতে সিগারেটের ধোঁয়াটাকে আস্টেপৃষ্টে জড়িয়ে ফেলেছিলাম ফুসফুসটাকে ! লুকিয়ে লুকিয়ে রঙিন জলে চুবিয়ে রাখতাম সারাদিন, আমাকে গোছাতে গোছাতে বাবা চাকরী থেকে রিটায়ার্ড নিলেন আর মা জীবন থেকে ! কিন্তু আমি গড়তে পারলাম না নিজেকে! কী করেই বা পারতাম , আমার সকাল থেকে রাত পর্যন্ত দরজার বাইরে থাকা মানুষগুলো সারাদিন একটাই কথা আওড়াতেন "এভাবে নিজের জীবনটা নষ্ট না করে কিছু একটা ভাবতে পারতে তো, কিছুই তো শিখলেনা জীবনে ... কিছুই তো পারোনা ! অন্তত আমরা বেঁচে থাকা কালীন কিছু একটা নিয়ে এগিয়ে যাওয়া যেত !"

আমিও সেই কিছু একটা করতেই চেয়েছিলাম, সেটা অধ্যপনা ছাড়া অন্যকিছুও হতে পারত, কিন্তু শৈশব থেকেই আমাকে তোতাপাখির কাগজ গেলানোর মত ঠেসে ধরা হয়েছে একগাদা ব‌ই আর টিউশন মাস্টার ! আমার শৈশবটা এভাবেই তো শেষ হল আমার‌ই চোখের সামনে, ঘরের কোনে মাকড়সার জালের মত জীবনের ঘরেও মাকড়সা বাসা বেঁধেছে, আমি কুঁকড়ে গেছি এখন ! আর কিছুই ভালোলাগেনা ! আমি সত্যিই কিছু পারবোনা ... আমার দ্বারা সত্যিই কিছু হবেনা !

এখনকার মা বাবাদের একটু সচেতন হতে হবে এব্যাপারে , সন্তান দের উপর জোর করে কিছু চাপিয়ে এটা বলবেন না "তোর দ্বারা কিছুই হবেনা, " বরং এটা বলুন তুই চেষ্টা করলেই সব পারবি , তোর চেষ্টা তোকে সাফল্য এনে দেবে , শিশুমনে সবসময় পজিটিভ কিছু ইনপুট করার চেষ্টা করুন, এমনটা নয় যে সবসময় তাকে পড়াশোনাতেই পারদর্শি হতে হবে , তার অন্যকিছু প্রতিভা থাকলে সেটাও বিকশিত করার চেষ্টা করতে হবে ।

আমাদের চোখের সামনেই কিন্তু অ্যালবার্ট আইনস্টাইন, অক্ষয় কুমার, সন্দীপ মাহেস্বরীর মত উদাহরণ আছে । যারা স্কুলের পরীক্ষায় ফেলিয়র হলেও জীবনের পরীক্ষায় বিজয়ী হয়েছে । তাই সবসময় এইটুকু মনে রাখা দরকার যে

"Success is stumbling from failure to failure with no loss of enthusiasm"

Please follow me on below:
Facebook page:   / paromitarkobita  

Facebook profile:   / paromita.pramanick  

youtube channel:    / @paromitapramanick  

Instagram: https://www.instagram.com/paromitar_k...

Комментарии

Информация по комментариям в разработке