COMEDY QUEEN: লোক হাসিয়েই কোটিপতি, ‘কমেডি কুইন’ ভারতী সিংয়ের রোজগার এবং সম্পত্তি কত জানেন?

Описание к видео COMEDY QUEEN: লোক হাসিয়েই কোটিপতি, ‘কমেডি কুইন’ ভারতী সিংয়ের রোজগার এবং সম্পত্তি কত জানেন?

ভারতী সিং- এক ডাকে সবাই চেনেন গোলুমোলু চেহারার এই কৌতুক অভিনেত্রীকে। ভারতের কমেডি কিং যদি কপিল শর্মা হয়ে থাকেন তাহলে কমেডি কুইন নিঃসন্দেহে ভারতী সিং। দীর্ঘদিন ধরে হিন্দি টেলিভিশন জগতে দাপট দেখিয়ে চলেছেন ভারতী। বিভিন্ন ভূমিকায় নানান কমেডি শোতে দেখা যায় ভারতীকে। তার সেন্স অফ হিউমার দর্শকদের সবসময় মাতিয়ে রাখে। একের পর এক কমেডি শোতে দেখা গিয়েছে ভারতীকে। শুধু তাই নয় বিভিন্ন অ্যাওয়ার্ড ফাংশন থেকে শুরু করে রিয়েলিটি শোতে তার কিছুক্ষণের উপস্থিতিও মাতিয়ে দেয় দর্শকদের। বছর ৩৯ এর ভারতী পুরুষ কমেডিয়ানদের ভিড়ে ইন্ডাস্ট্রিতে নিজের প্রতিভার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছেন। প্রচুর সুনাম রয়েছে তার। বর্তমানে পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনে ও স্বামী সন্তান নিয়ে সুখে রয়েছেন ভারতী।

তবে ভারতের এই স্টার কমেডিয়ানের ইনকাম সম্পর্কে জানতে ইচ্ছুক সকলেই। ভারতী সিং এর মান্থলি ইনকাম কত জানতে চান তার অনুরাগীরা। জানেন কি এই কৌতুক অভিনেত্রীর এক মাসের রোজগার কর্পোরেট সেক্টরের উচ্চপদস্থ কর্মচারীর বার্ষিক ইনকামের থেকেও অনেকটাই বেশি। ভারত সেরা এই কৌতুক অভিনেত্রী এই মুহূর্তে প্রতি মাসে প্রায় ২৫ লক্ষ টাকা আয় করেন অর্থাৎ তার বার্ষিক ইনকাম প্রায় তিন কোটি টাকা। মানুষকে হাসিয়ে কোটি কোটি টাকা উপার্জন করছেন ভারতী।

একসময় স্ট্রাগল করতে হলেও আজ সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাচ্ছেন তিনি ।যদিও তার জন্য তাকে যথেষ্ট পরিশ্রম করতে হয়। কথায় বলে মানুষ হাসানোর মতন পবিত্র এবং কঠিন কাজ দুটি হয় না। সেখানে নানান রূপে নানান কথার মাধ্যমে মানুষের মন সহজেই জয় করে নেন ভারতী। একসময় জীবনে নানা ধরনের সমস্যার সম্মুখীন হলেও সুখ-স্বাক্ষর সমৃদ্ধি সমস্ত কিছুই রয়েছে ভারতীর জীবনে।

#megastar #bharatisingh #comedyqueen #comedyqueenbharati #binodonnews #comedy #comedyvideo #bharati_singh

Комментарии

Информация по комментариям в разработке