রহস্যের চাদরে ঘেরা চারশো বছর পুরোনো মুন্সীগঞ্জের নগর কসবায় মানুষ যায় না কেন ? কি আছে নগর কসবায় |

Описание к видео রহস্যের চাদরে ঘেরা চারশো বছর পুরোনো মুন্সীগঞ্জের নগর কসবায় মানুষ যায় না কেন ? কি আছে নগর কসবায় |

নগর কসবা হচ্ছে সুলতানি বা মুঘল আমলের একটি গুরুত্বপূর্ণ স্থান। সে সময় অর্থাৎ আজ থেকে প্রায় চারশো বছর আগে সুলতানি আমলে এক একটি অঞ্চলে বেশ কিছু দুতলা তিন তলা বাড়ি নিয়ে একটা এলাকা গড়ে উঠতো। যাকে সেসময় কসবা বলা হতো। আর এসব কসবায় মুঘল আমলে সব প্রসাশনিক কাজ করা হয়ে থাকতো। আর ঠিক এরকমই সুলতানি আমলের একটি কসবা বা এলাকা হচ্ছে মুন্সিগন্জের এই নগর কসবা। যেখানে সুলতানি আমলের বেশ কয়টি বাড়ি এখোনো আছে। মুন্সিগন্জের নগর কসবাটি মিরকাদিমে অবস্থিত। এই নগর কসবা দেখতে পানাম নগরের মতো হলেও এখানে এখোনো মানুষের বাস আছে। প্রতিটা পুরোনো বাড়িতেই মানুষ বসবাস করেন। আর সুলতানি আমলের এই এলাকা দেখতে চাইলে আপনিও আমার ভিডিও দেখে একদিনের জন্য ঘুরে আসতে পারেন মুন্সিগন্জের মিরকাদিমের নগর কসবা থেকে।
#nogor_kosba_munshigonj
For More Visit:
Website: https://infohunterbd.blogspot.com/
Facebook:   / bdinfohunter  

Комментарии

Информация по комментариям в разработке