job preparation bangla grammar | বাংলা ব্যাকরণ প্রস্তুতি | bcs | primary | vyakaran mcq | part-20

Описание к видео job preparation bangla grammar | বাংলা ব্যাকরণ প্রস্তুতি | bcs | primary | vyakaran mcq | part-20

#banga_baykaran
#job_preparation
#bcs_bangla_grammar
আমাদের ভিডিওগুলোতে দেখে আপনি উপকৃত হলো লাইক, কমেন্ট এবং চ্যালেলটি সাবস্কাইব করুন। পূর্ণাঙ্গ জব প্রিপারেশন জন্য আমাদের ভিডিওগুলো দেখুন। ভিডিওতে যদি কোন প্রশ্নোত্তর ভুল মনে হলে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন।
ধন্যবাদ
job preparation bangla grammar | বাংলা ব্যাকরণ প্রস্তুতি | bcs | primary | baykaran mcq | part-20
1. ‘ণ-ত্ব ও ষ-ত্ব’ বিধান ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
উত্তর : ধ্বনিতত্ত্ব
2. ‘Morphology’–বঙ্গানুবাদ হল-
উত্তর : রূপতত্ত্ব
3. রূপতত্ত্বের অপর নাম কি?
উত্তর : শব্দতত্ত্ব
4. ক্রিয়ামূল, ক্রিয়ারকাল ও পুরুষ ইত্যাদি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
উত্তর : রূপতত্ত্ব
5. ব্যাকরণের কোন অংশে ‘কারক’ সম্বন্ধে আলোচনা করা হয়?
উত্তর : রূপতত্ত্বে
6. ব্যাকরণের কোন অংশে কারক ও সমাস আলোচিত হয়?
উত্তর : রূপতত্ত্বে
7. বচন, লিঙ্গ, পুরুষ ইত্যাদি আলোচিত হয়-
উত্তর : রূপতত্ত্বে
8. প্রকৃতি ও প্রত্যয় বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
উত্তর : রূপতত্ত্ব
9. ‘বাগধারা’ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
উত্তর : বাক্যতত্ত্বে
10. ব্যাকরণের উচ্চতর পর্যায়ে আলোচিত হয় কোনটি?
উত্তর : অর্থতত্ত্ব
11. কোন শব্দটি ব্যাকরণের আলোচ্যসূচিতে পড়ে না?
উত্তর : মনস্তত্ত্ব
12. নিচের কোনটি ব্যাকরণের শাখা হয়?
উত্তর : ভূ-তত্ত্ব
13. উপমহাদেশের শ্রেষ্ঠ ব্যাকরণবিদ কে ছিলেন?
উত্তর : পাণিনি
14. পাণিনি কে ছিলেন?
উত্তর : বৈয়াকরণিক
15. নিচের কোনটি ব্যাকরণের পাণিনি ধারা?
উত্তর : শাকটায়নী
16. বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন-
উত্তর : ম্যানুয়েল দা আসসুম্পসাও
17. বাংলা ভাষার প্রথম ব্যাকরণবিদ কে ছিলেন?
উত্তর : ম্যানুয়েল দা আসসুম্পসাও
18. বাংলা ব্যাকরণ প্রথম যে ভাষায় লেখা হয়?
উত্তর : পর্তুগিজ
19. Vocabolario em idioma Bengalla,e Potuguez dividido em duas partes বইটি মুদ্রিত হয় কোন হরফে?
উত্তর : রোমান
20. কোনটি প্রাচীন বাংলা ব্যাকরণ?
উত্তর : A Grammar of the Bengali Language
21. বাংলা ভাষার প্রথম আদর্শ ব্যাকরণ রচনা করেন কে?
উত্তর : ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড
22. কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন?
উত্তর : ব্রাসি হ্যালহেড
23. রাজা রামহোমহন রচিত বাংলা ব্যাকরণের নাম কি?
উত্তর : গৌড়ীয় ব্যাকরণ
24. গৌড়ীয় বাংলা ব্যাকরণ রচনা করেছেন-
উত্তর : রাজা রামমোহন রায়
25. প্রথম কোন বাঙালি বাংলা ভাষায় ব্যাকরণ রচনা করেন?
উত্তর : রাজা রামমোহন রায়
26. বাংলা ভাষায় ব্যাকরণ কে লিখেন?
উত্তর : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
27. ‘ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ’ কে রচনা করেন?
উত্তর : সুনীতিকুমার চট্টোপাধ্যায়
28. ‘The Origin and Development of Bengali the Language’ গ্রন্থটি রচনা করেছেন-
উত্তর : ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়
29. ‘ব্যাকরণ মঞ্জরী’ কার লেখা?
উত্তর : ডক্টর মুহম্মদ এনামুল হক
30. ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তি কোনটি?
উত্তর : বি + আ + √কৃ + অন
31. ব্যুৎপত্তিগতভাবে ব্যাকরণ শব্দের অর্থ হলো-
উত্তর : বিশেষভাবে বিশ্লেষণ
32. “যে শাস্ত্র জানিলে বাঙ্গালা ভাষা শুদ্ধরূপে লিখিতে, পড়িতে ও বলিতে পারা যায়, তাহার নাম বাঙ্গালা ব্যাকরণ।” এ সংজ্ঞাটি কার?
উত্তর : ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ
33. ব্যাকরণের প্রধান কাজ হচ্ছে-
উত্তর : ভাষার বিশ্লেষণ
34. ব্যাকরণের কাজ কি?
উত্তর : ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিস্কার করা
35. বাংলা ভাষার উৎপত্তি হয়েছে যেখান থেকে--
উত্তর : ইন্দো-ইউরোপীয়
36. বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিল?
উত্তর : অস্ট্রিক
37. ব্যাকরণ ভাষাকে কি নির্দেশ করে?
উত্তর : ব্যাকরণ ভাষাকে বর্ণনা করে
38. ‘সন্ধি’ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
উত্তর : ধ্বনিতত্ত্ব
39. বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্ব অংশে কোন বিষয়টি আলোচনা করা হয়?
উত্তর : সন্ধি
40. বচন, লিঙ্গ, পুরুষ ইত্যাদি আলোচিত হয়-
উত্তর : রূপতত্ত্বে
41. কাহ্নপা রচিত পদের সংখ্যা কত?
উত্তর : ১৩টি
42. হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি সাহিত্য সংগ্রহের জন্য কোথায় গিয়েছিলেন?
উত্তর : তিব্বত নেপাল
43. কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন?
উত্তর : ভুসুকুপা
44. 'কদম মধু পিবিবি ধোকইন ভোমরা' কোন ভাষার নিদর্শন?
উত্তর : সান্ধ্য
45. নিচের কোনটি সহোদর ভাষাগোষ্ঠী?
উত্তর : বাংলা ও অসমিয়া
46. চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম কে প্রমাণ করেন ?
উত্তর : ডক্টর সুনীতিকুমার চট্রোপাধ্যায়
47. কোন পন্ডিত চর্যাপদের পদগুলো টীকার মাধ্যমে ব্যাখ্যা করেন ?
উত্তর : মুনিদত্ত
48. বাংলা সাহিত্যের ইতিহাস ও ইংরেজি সাহিত্যের ইতিহাস- এ দুটির মধ্যে কোনটি বেশি পুরাতন?
উত্তর : ইংরেজি সাহিত্যের ইতিহাস
49. ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী উদ্ধার করেন--
উত্তর : খ ও গ উভয়ই
50. চর্যাপদের ভাষায় কোন ভাষাটির প্রভাব দেখা যায়?
উত্তর : কোল ভাষা

Комментарии

Информация по комментариям в разработке