Ratan tripura ( রতন ত্রিপুরা)

Описание к видео Ratan tripura ( রতন ত্রিপুরা)

" মানবলার সমারে " পর্ব ৪।
আমাদের আদিবাসী সমাজে রয়েছেন অসংখ্য প্রতিভাধর মানুষ। যারা নিজেদের নানা প্রতিভার দ্বারা আমাদের সাহিত্য, সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনে নানা অবদান রেখে যাচ্ছেন। সেসব মানুষের মধ্যে আমরা কজনকে বা চিনি জানি? সেসব মানুষের কথা জানতে 'হিলফিল্ম' এর ধারাবাহিক সাক্ষাৎকার " মানবলার সমারে"
আজ ৪র্থ পর্বে জনপ্রিয় গীতিকার, সুরকার এবং কন্ঠ শিল্পী রতন ত্রিপুরার কথা আমরা আপনাদের কাছে তুলে ধরলাম।

রতন ত্রিপুরার জন্ম ১ নভেম্বর ১৯৫৯ ইং সালে রাঙ্গামাটির সাপনালা গ্রামে। গ্রামটি বর্তমানে কর্ণফুলীর লেকের পানিতে ডুবন্ত।
তার পিতার নামঃ পদ্ম লোচন ত্রিপুরা
মাতাঃ নিলমতি ত্রিপুরা
পিতামাতার ১০ ভাই বোনের মধ্যে তিনি সবার বড়। ১৯৮০ সালে তিনি সরকারী চাকরিতে যোগ দেন এবং ২০১০ সালে অবসর নেন।
তাঁর স্ত্রী শিশুনী ত্রিপুরা একজন গৃহিণী।
তাঁদের ঘরে তিন ছেলে।
বর্তমানে অবসর সময় তিনি গান লিখে ও সুর করে,গান শিখিয়ে এবং টিভি দেখে সময় কাটান।
তিনি চাকমা, ত্রিপুরা বাংলা ভাষায় শতাধিক গান রচনা করেছেন ও সুর করেছেন। তিনি ২০০১ সালে 'মন কধা' নামে একটি অডিও গানে এলবাম বের করেন।
তাঁর রচিত চাকমা জনপ্রিয় গান গুলোর মধ্যে
১.হি এদক দোল উওচ তুই
২.গাবুরী যেই বপড়েওই
৩.মুই গাবুরী এচ্চোঙ ইচ্চে
ইত্যাদি।

Комментарии

Информация по комментариям в разработке