আগরতলায় ২ কিলোমিটারে ১২ টি মন্দির।। 12 Temples within 2 KM area in Agartala//

Описание к видео আগরতলায় ২ কিলোমিটারে ১২ টি মন্দির।। 12 Temples within 2 KM area in Agartala//

আগরতলায় ২ কিলোমিটারে ১২ টি মন্দির।। 12 Temples within 2 KM area in Agartala//

আগরতলায় ২ কিলোমিটারে মোট ১২ টি মন্দির দেখানো হয়েছে এই ভিডিওতে। আগরতলা কের চৌমুহনী থেকে পূর্বাশা পর্যন্ত রাস্তার দুরত্ব ২ কিলোমিটার। আর এই ২ কিলোমিটারে রয়েছে মোট ১২ টি মন্দির। এগুলো হল-
(১) শিবকালি মন্দির
(২) সৎসঙ্গ বিহার
(৩) অরবিন্দ সোসাইটি
(৪) কাঠিয়াবাবা মন্দির
(৫) জগন্নাথ জিউ মন্দির
(৬) দুর্গা বাড়ি
(৭) লক্ষ্মীনারায়ণ বাড়ি
(৮) উমা- মহেশ্বর মন্দির
(৯) অযাচক আশ্রম
(১০) বাবা লোকনাথ সেবামন্দির
(১১) শ্রী কৃষ্ণ মন্দির
(১২) রাম ঠাকুর সেবা মন্দির

মন্দিরে মন্দিরে ভরা এই আগরতলা শহর। যে কোন দিকে দুই পা ফেললেই পৌছা যাবে কোন না কোন এক মন্দিরে। তাই আগরতলাকে যথাযথ ভাবেই মন্দির নগরী বলা যায়। সারা বছর ধরেই দেশি বিদেশি অসংখ্য পর্যটকদের ভিড় লেগেই থাকে এই আগরতলায়। কোন কোন মন্দিরে সামান্য পয়সায় সুস্বাদু অন্নভোগ কিনে পেট ভরে খাওয়া যায়। কোথাও আবার দর্শনার্থীদের থাকার ব্যবস্থা রয়েছে। সবাই আসতে চায় এই আগরতলায়। ঘুরে দেখতে চায়- কি আছে এখানে।

Комментарии

Информация по комментариям в разработке