পবিত্র তপোবন আশ্রম, ত্রিপুরা// Pobitro Tapobon Ashram

Описание к видео পবিত্র তপোবন আশ্রম, ত্রিপুরা// Pobitro Tapobon Ashram

পবিত্র তপোবন আশ্রম, ত্রিপুরা// Pobitro Tapobon Ashram

তপোবন আশ্রম রয়েছে ত্রিপুরার আগরতলা-বিশালগড় রাস্তার পাশে। আগরতলা থেকে এর দুরত্ব প্রায় ১০-১২ কিলোমিটার। এই আশ্রমের প্রতিষ্ঠাতা পরমহংস শ্রীমৎ স্বামী সুরেশ্বরানন্দ পুরী মহারাজ। এই আশ্রমে আধ্মান্মিকতার পাশাপাশি সবুজ বনানীর অপরূপ প্রাকৃতিক দৃশ্য সহজেই দর্শনার্থীর চোখ ও মন কেড়ে লয়।

প্রসারিত জায়গার উপর অবস্থিত এই তপোবন আশ্রম। ভিতরে রয়েছে পরমহংস শ্রীমৎ স্বামী সুরেশ্বরানন্দ পুরী মহারাজের মন্দির, কালী মন্দির, তপোবন সরোবর, শিব মন্দির, মোহন্ত মহারাজের থাকার জায়গা, রন্ধনশালা, গোশালা, অতিথিশালা, পর্যটক নিবাস- ইত্যাদি। বর্তমানে মন্দিরের মোহন্ত স্বামী স্বচ্চিদানন্দ পুরী মহারাজ প্রচার ও দীক্ষার দ্বায়িত্বে রয়েছেন। তাছাড়া রয়েছে আরও ব্রহ্মচারী সন্নাসী এবং ৫-৭ জন আশ্রমবাসী ব্রাহ্মণ সহকারী যারা আশ্রম দেখাশুনা ও ত্বত্তাবধানের দ্বায়িত্বে রয়েছেন।

মন্দিরে রয়েছে পরমহংস শ্রীমৎ স্বামী সুরেশ্বরানন্দ পুরী মহারাজের মর্মর মূর্তি। তিনি এখানে নিত্য পূজিত হন। পরমহংস শ্রীমৎ স্বামী সুরেশ্বরানন্দ পুরী মহারাজ ছিলেন একজন সিদ্ধ মহাপুরুষ। তিনি ছিলেন ত্রিকালজ্ঞ। তিনি ভূত, বর্তমান ও ভবিষ্যৎ বলতে পারতেন। উনার অসংখ্য অলৌকিক মহিমা আর দিব্য বিভুতি ছিল, যা আজও লোকমুখে প্রচলিত। গুরুদেবের গর্ভগৃহের চারধারে রয়েছে ভক্তদের প্রদক্ষিণের জন্যে প্রসারিত জায়গা।

আশ্রমের পায়ে হাঁটার রাস্তাগুলো একদম সোজা আর একটি রাস্তা আর একটি রাস্তাকে ঠিক সমকোণে ক্রস করেছে। রয়েছে সিদ্ধেশ্বরী মহাকালী দশভুজার মন্দির। এখানে মা কালী দশমহাবিদ্যার স্তুতি হয়।

কালী মন্দিরের পাশেই রয়েছে পঞ্চবটী ধাম। রয়েছে প্রাচীন সুবিশাল বটগাছ যার শাখা প্রশাখা বহুদুর পরজ্যন্ত বিস্তৃত। গাছের গোঁড়া সিমেন্ট দিয়ে বাঁধানো। এখানে পরমহংস শ্রীমৎ স্বামী সুরেশ্বরানন্দ পুরী মহারাজ মগ্ন হন গভীর সাধনায়। এবং সিদ্ধিলাভ করেন।

সবুজে সবুজে ভরা এই আশ্রম। আগে থেকে বুক করলে পাওয়া যায় সুস্বাদু অন্নভোগ। তাছাড়া দেশ বিদেশ থেকে আগত ভ্রমনারথিরা এখানে বিনা পয়সায় রাত্রি যাপন করতে পারেন।

কিভাবে তপোবন আশ্রমে যাবেন?

আগরতলা নাগেরজলা বাস স্ট্যান্ড থেকে বিশালগড় অভিমুখী যে কোন গাড়িতে চেপে বিশালগড় পৌছার একটু আগে বাঁদিকে দৃশ্যমান তপোবন আশ্রমের গেইটে নেমে যেতে পারেন। তাছাড়া চাইলে কেউ নাগেরজলা থেকে রিজার্ভ গাড়িতেও তপোবন আশ্রমে যেতে পারেন।

পর্যটকেরা বিনা পয়সায় এই আশ্রমে রাত্রি যাপন বা থাকার জন্যে এই নাম্বারে যোগাযোগ করুন-

স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজ- ৮৭৮৭৫৮৩৬৮৬, ৯৩২৬৫২০১৯৯
ই মেইল- [email protected]

Комментарии

Информация по комментариям в разработке