রমনা কালী মন্দির একেক সময় একেক রুপে সাজেIII Ramna Kali Mandir

Описание к видео রমনা কালী মন্দির একেক সময় একেক রুপে সাজেIII Ramna Kali Mandir

রমনা কালী মন্দির এর আমার পূর্বের একটি ভিডিও আছে। যারা ভিডিওটি দেখেন নি তারা দয়া করে দেখবেন। রমনা কালী মন্দির রমনা কালীবাড়ি নামেও পরিচিত। গত ২০২১ সালের ১৭ ডিসেম্বর ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ মন্দিরের সংস্কারকৃত অংশের উদ্বোধন করেন। ওই সময় মন্দিরে পূজাও দেন তিনি। প্রতিদিন এ মন্দিরে সকালে নিত্য পূজা, দুপুরে কালী পূজা ও সন্ধ্যায় দুর্গা পূজা হয়ে থাকে। এই মন্দিরে সাপ্তাহিক প্রার্থনার দিন শনিবার। এদিনে শনি ঠাকুর পূজা ও নারায়ণ ঠাকুরের পূজা ছাড়াও সাধারণ পূজা করা হয়ে থাকে। রমনা কালী মন্দির এ বর্তমানে কালী মায়ের বিগ্রহ ছাড়াও আরও বেশ কয়েকটি মন্দির রয়েছে। তাদের মধ্যে অন্যতম হলো দুর্গা মন্দির ,লোকনাথ মন্দি্‌র , রাধা গোবিন্দ মন্দির , মা আনন্দময়ীর মন্দির , সাধারণত শুক্রবার ও শনিবার মন্দিরে বেশি ভিড় হয়।

Комментарии

Информация по комментариям в разработке