অফিসে অনুপস্থির জন্য বসের নিকট কি ভাবে আবেদন পত্র লিখবেন। Leave application for absence

Описание к видео অফিসে অনুপস্থির জন্য বসের নিকট কি ভাবে আবেদন পত্র লিখবেন। Leave application for absence

Leave application for absence

ভুল ছাড়া অফিসে অনুপস্থির আবেদন পত্র লেখুন।
তারিখ: ০৬/০৭/২০১৮
বরাবর
প্রধান শিক্ষক,
সানারপাড় শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয়, নারায়ণগঞ্জ।
বিষয়: অনুপস্থিতির জন্য ছুটির আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের ৯ম শ্রেণির একজন নিয়মিত ছাত্র/ছাত্রী। হঠাৎ জ্বর হওয়ার কারণে আমি গত ০৪/০৭/২০১৮ তারিখ থেকে ০৫/০৭/২০১৮ তারিখ পর্যন্ত দুই দিন বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি।
অতএব, আমার আকুল আবেদন, বিষয়টি বিবেচনা করে আমাকে উক্ত দুই দিনের ছুটি মঞ্জুর করতে আপনার সদয় মর্জি হয়।
নিবেদক
আপনার অনুগত ছাত্র/ছাত্রী
নাঈম/নাঈমা
#Leave_application_for_absence

Комментарии

Информация по комментариям в разработке