ট্যাংরা মাছ রান্নার রেসিপি। মুখে স্বাদ লেগে থাকার মতো✅

Описание к видео ট্যাংরা মাছ রান্নার রেসিপি। মুখে স্বাদ লেগে থাকার মতো✅

ট্যাংরা মাছ রান্নার রেসিপি। মুখে স্বাদ লেগে থাকার মতো✅ #villagecooking #rannabanna #vloggersathi

ট্যাংরা মাছের এই স্পেশাল রেসিপি খুব সহজেই বানান এবার বাড়িতে। ট্যাংরা মাছের ঝোল দিয়ে এক থালা ভাত এক নিমেষে শেষ হবেই হবে।

ভারতীয় নতুন নতুন খাবার উপকরণ। আমাদের এই চ্যানেলে দেখতে পাবেন
আজগের খাবার একদমই নতুন নিয়মে করা এবং খুব সহজে তৈরী করা যায়। দারুন স্বাদ।

যদি আমাদের এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেল ♥️SUBSCRIBE♥️ করুন সংঘে বেল🔔 আইকন প্রেস করুন, আমাদের চ্যানেলের নুতন নুতন ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য।✅

যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের কমেন্ট করে জানান।🙏🙏


মাছের দেশ হিসেবে বাংলাদেশ এবং ভারত খুবই বিখ্যাত। মাছের সুস্বাদু পদ তৈরি করা এবং খাওয়া বাঙালি খাদ্য ঐতিহ্য ও সংস্কৃতির একটা অংশ হিসেবে জায়গা করে নিয়েছে বিশ্বজুড়ে।

দুপুর বা রাত; অর্থাৎ যেকোনো বেলাই-ই বাঙালির পাতে মাছের একটি পদ থাকা চাই; নয়তো সে বেলায় বাঙালির খাবারের পরিপূণ্যতা আসে না।


আর তাই আজ ট্যাংরা মাছের ঝোল রান্না করতে পারেন। তবে রান্নার আগে একটু ট্যাংরা বন্দনা শুনুন- ট্যাংরা মাছ খুবই সুস্বাদু একটি মাছ। দুপুর বেলায় গরম ভাতের সঙ্গে এই ট্যাংরা মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে।


তো আর দেরি না করে এবার দেখে নিন রেসিপিটি-

Комментарии

Информация по комментариям в разработке