কুয়েতে খাদেম ফ্রি ভিসায় আশা ভাল না খারাপ?

Описание к видео কুয়েতে খাদেম ফ্রি ভিসায় আশা ভাল না খারাপ?

প্রশ্ন দাতা ভাইয়ের প্রথম যে misconception মানে ভুল ধারনা সেইটা একটু সঠিক করি, যে খাদেম কোন ফ্রি ভিসা নয় এইটা একটা domestic worker ভিসা মানে বাসা বারি কাজের ভিসা, ভিসা নাম্বার ২০ যার মধ্যে বিভিন্ন category রয়েছে যেমন কেউ বাবুর্চি, হউসেবয় , অথবা ড্রাইভার। এখন খাদেমের সাথে ফ্রি কথা কই থেকে আসল, আসেন একটু ব্যাখ্যা করি, অনেকেই দালাল বা পরিচিত কারো মাধ্যমে অনেক চরা মূল্যে এই ভিসা কিনে কুয়েতে আসেন এই সর্তে যে সে বাহিরে কাজ করবেন। আর যে দালাল বা পরিচিত জন এখানে ভিসা যে কুয়েতির থেকে নেন তার সাথেও একই চুক্তি থাকে যে তার নামে বাংলাদেশ থেকে যাকে আনা হচ্ছে তাকে তার বাসায় নয়, তাকে তার ইচ্ছা মত বাহিরে কাজ করতে দিতে হবে বা অনেকে এই চুক্তিও করেন যে দ্রিভিং লাইছেঞ্চে ও বের করে ডিতে হবে।

এখন প্রশ্ন, মানুষ কি এইভাবে এসে কাজ করতে পারতেছে বা করছে, সহজ উত্তর হ্যাঁ।
এখন আসেন আমার বাস্তব অভিজ্ঞতা বা আমার মতামত শেয়ার করি, ১। প্রথমত এইটা ইলিগাল পন্থা,
২। দেশের নাম খারাপ হয়।
৩। পুলিসের ভয় সবসময় - আপানাকে বাহিরে কাজ করতে পেলে দেশে পাঠিয়ে দিবে, আর দেশটা যেহেতু ছোট্ট তাই ইলিগাল লোক ইলিশের জাতকা মাছের মত কারেন্ট জাল দিয়ে ধরতে সময় লাগে না।
৪। যাদের দ্রিভিং লাইছেন্স নেই তাঁদের জন্য কাজ পেতে সমস্যা হয় এবং যারা একটু শিখিত তাঁদের জন্য ভাল কোন কোম্পানিতেই কাজের সুযোগ পাবেনা আপনার যত qualifcasion ই থাকনা কেন।
৫। কুয়েতি অনেকসময় ভাল না হলে আপনার আকামা tranfer নিয়ে ঝামেলা হয় আবার অনেকসময় টাকা বাড়িয়ে চায় আবার অন্য কোথায় হাউল করতে বলে যার জন্য আপনের নতুন অন্য কুয়েতি খুঁজতে হয় যা অনেকসময় পাওয়া যায় না।
৬। যেখানেই কাজ করবেন অনবরত দৌড়ের উপর থাকতে হবে যদি পুলিস চেক আসে।

Комментарии

Информация по комментариям в разработке