কুয়েতে সুন আহালি ভিসা কি? এবং এর সুযোগ-সুবিধা গুলো।

Описание к видео কুয়েতে সুন আহালি ভিসা কি? এবং এর সুযোগ-সুবিধা গুলো।

কুয়েতের সুন আহালি ভিসা, সম্পর্কে। আর এই ভিসার সুযোগ সুবিধা সম্পর্কে।

সুন আহালি হচ্ছে private sector এ কাজের ভিসা বা নিদিষ্ট কোন কোম্পানি বা কোন ছোট্ট প্রতিষ্ঠানে কাজের ভিসা।

মানে আপনি যদি এই ভিসায় আসেন, আপনি চাইলে যে কোন কোম্পানি তে বা কোন ছোট দোকানেও কাজ করতে পারবেন বা কাজের জন্যও apply বা আবেদন করতে পারবেন।
কারণ এই ভিসাটা transferable বা স্থানান্তর যোগ্য, আর এর জন্য অনেকে এইটাকে ফ্রি ভিসাও বলে, যদিও কুয়েতে কোন ফ্রি ভিসা বলতে কিছু নেই।

আর সুবিধা-আসুবিধার কথা বলতে গেলে আমি এর সুবিধাই বেশি বলতে পারব মানে, কারণ কুয়েতে এসে ভাল কিছু করতে চাইলে আপনাকে এই ভিসাতেই আসতে হবে।

১। এই ভিসাটা transferable বা স্থানান্তর যোগ্য,
২। কুয়েতের শ্রম আইনে আপনার অধিকার নিয়ে আপনি অনেক strong বা শক্তিশালী অবস্থানে থাকতে পারবেন। মানে আপনার উপর কোন জুলুম হলে প্রশাসনিক সহযোগিতা পাবেন।
৩। আপনি যেই কোম্পানি বা প্রতিষ্ঠানে গেছেন সেখানে ২ বছর শেষ হয়েয়ার পর আপনি চাইলে নতুন কাজ বা প্রতিষ্ঠানে হাওল নিয়ে যেতে পারবেন বা আপনি চাইলে নিজের কোন বেবসা সুরু করতে পারবেন।
৪। নিদিষ্ট কিছু শর্ত পূরণ করে আপনি আপনার wife বা ফ্যামিলির কাউকে visit ভিসা বা আপনের সাথে থাকার আবেদন করতে পারবেন।
৫। আপনি চাইলে installment এ ও কিছু নিতে পারবেন। এবং আরও অনেক ছোট্ট বড় সুবিধা পাবেন।

মোট কথা আপনি কুয়েতে আসতে চাইলে এই ভিসাটি নিয়ে আশার চেষ্টা করুন ইনশাল্লাহ ভাল করতে পারবেন।
তবে খেয়াল রাখতে হবে এই ভিসার মধ্যেই মানে ১৮ নাম্বারের মধ্যে বেস কিছু ভিসা বা category রয়েছে যেমন আখুদ হুকুমা,
খেয়াল রাখবেন ওই সব ভিসায় যেন না দিয়ে দেয়। আখুদ হুকুমায় আসলে ভাই খুবই ভোগান্তির শিকার হতে পারেন।

Комментарии

Информация по комментариям в разработке