৮টি এয়ারপোর্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে Air Astra Airlines, Cabin Crew | Customer Service

Описание к видео ৮টি এয়ারপোর্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে Air Astra Airlines, Cabin Crew | Customer Service

ভর্তির পর এখান থেকেই সুক্ষ্ণভাবে বিভিন্ন এয়ারলাইন্সে Apply কারণ দোকান থেকে সাধারণত এসব Apply করা যায় না। দ্রুত Admission নিন এবং ৩-৪ মাসের প্রস্তুতি নিয়ে ফেলুন কারণ এগুলোতে নিজের যোগ্যতায় চাকরির সুযোগ হয়।


বিভিন্ন এয়ারলাইন্স বিভিন্ন পদে সার্কুলার দিয়েছে। ন্যূনতম SSC পাস হতে হবে, বয়স হতে হবে ১৭ থেকে ৪০ এর মধ্যে, ভর্তির পর এখান থেকেই সুক্ষ্ণভাবে বিভিন্ন এয়ারলাইন্সে Apply. বিমানবালার জন্য এক এক এয়ারলাইন্সে Height এক এক রকম আর অফিসিয়াল পদে যেকোনো উচ্চতা হলেই হয়

৪ মাসে কোর্স ফি ২২ হাজার ৫০০ টাকা, একবারে দিতে খুব সমস্যা হলে ভেঙে ভেঙেও পরিশোধ করতে পারবেন। সরাসরি ও অনলাইন দুভাবেই ক্লাস চলে। সপ্তাহে শুক্র ও শনিবার ২ দিন ক্লাস। আর যারা দূর্বল তাদের জন্য ৩ দিন ক্লাস।

আমাদের কোর্সের মধ্যে যা থাকে:

শুদ্ধ ভাষায় বাংলা কথা বলা
English Spoken
English Writing
Presentation
সাধারণ জ্ঞান (বাংলাদেশ, আন্তর্জাতিক ও এয়ারলাইন্স)
IQ ও গ্রুপ ডিসকাশন

চাকরিটা পাবেন কিভাবে সেই প্রস্তুতি কোর্স আমরা করাই। আমরা কোনো বিমানের কাজ না কারণ চাকরি হওয়ার পর এয়ারলাইন্স কর্তৃপক্ষ ওটা ফ্রি করায়।

দূরের শিক্ষার্থীরা আমাদের ইনবক্স থেকে অথবা ফোন করে আলাদা WhatsApp নম্বর নিয়ে সেখানে ভর্তি হয়ে অনলাইনেও ক্লাস করতে পারবেন।


একের পর এক কমেন্ট বা SMS করা আমাদের পক্ষে সম্ভব নয়। ভর্তির জন্য বিস্তারিত তথ্য ফোনে জেনে নিন অথবা সরাসরি অফিস Visit করুন।

ঠিকানা:
Job Way:
ইন্দিরা রোড, তেঁজগাও কলেজের পশ্চিম দিকে, ডাচ বাংলা বুথের পাশে, ওরিয়েন্টাল কলেজের আগের গেট, ২৫/C শুভ নিবাস, ৩য় তলা, ফার্মগেট, ঢাকা।
01750600013
01733894979

Комментарии

Информация по комментариям в разработке