কেন আজ পর্যন্ত কোনো আরব সুপারস্টেট গড়ে উঠেনি | আদ্যোপান্ত | Why Didn't the Arab World Unite?

Описание к видео কেন আজ পর্যন্ত কোনো আরব সুপারস্টেট গড়ে উঠেনি | আদ্যোপান্ত | Why Didn't the Arab World Unite?

কি কারণে আজ পর্যন্ত কোনো আরব পরাশক্তি তৈরি হয়নি ?? আদ্যোপান্ত সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন 🔔 :    / adyopanto  

আফ্রিকা, এশিয়া আর ইউরোপ এই তিন মহাদেশের সংযোগে অবস্থিত আরব বিশ্ব বরাবরই ভূরাজনৈতিক উত্তেজনার শিকার হয়েছে। অঞ্চলটির কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জল ও স্থলপথ এবং জ্বালানি খনিজের প্রাচুর্যতা বহির্শক্তিকে আকৃষ্ট করেছে। এমনকি বিংশ শতাব্দীতে এসেও আরবদের বহিরাগত শক্তির বিরুদ্ধে লড়তে হয়েছে। একইসাথে অব্যাহত রাখতে হয়েছে খিলাফাত যুগের মতো নিজস্ব একটি আরব রাষ্ট্র তথা সুপারস্টেট গড়ার প্রচেষ্টাও। যার বিস্তৃতি হবে মরোক্কোর আটলান্টিক উপকূল থেকে সৌদির সোনালি মরুর বুক জুড়ে ইরাকের উর্বর ভূমি পর্যন্ত ৬ হাজার ৪৬০ কিলোমিটার এলাকাজুড়ে। আধুনিক হিসাব অনুযায়ী এমন সুপারস্টেট গড়ে উঠলে প্রায় ৪৪ কোটি জনসংখ্যা ও দুই দশমিক সাত ট্রিলিয়ন ডলারের জিডিপি নিয়ে বিশ্বব্যাপী যথাক্রমে তৃতীয় এবং সপ্তম স্থানে অবস্থান করবে সেটি।

তারই ধারাবাহিকতায় বিংশ শতকের শুরুতেই ইসলামী বিশ্বাস, আরবি ভাষা ও আরব জাতিস্বত্ত্বার উপর ভিত্তি করে একই সংস্কৃতির ছায়াতলে একত্রিত হওয়ার চেষ্টা করেছে আরবরা। ফলশ্রুতিতে প্যান অ্যারাবিক ও প্যান ইসলামিক অনুভূতি মেলবন্ধনের অসংখ্য চেষ্টাও পরিলক্ষিত হয়েছে। কিন্তু সফলতার মুখ দেখেনি কোনো প্রচেষ্টাই। উল্টো বিভক্তি বেড়েছে, একত্রিত হওয়া তো দূরে থাক অন্তত ২২টি আলাদা রাষ্ট্রে বিভক্ত হয়ে পড়েছে আরবরা।

তাহলে ভুলটা ছিল কোথায়? কেন আজ অব্দি কোনো আরব সুপারস্টেট গড়ে তোলা সম্ভব হলো না- সেই প্রশ্নেরই উত্তর খুজে বের করার চেষ্টা করবো আদ্যপান্তের আজকের পর্বে।

▶ Follow Me on Facebook:
  / damahbub  
▶ Follow Me on Instagram:
  / da.mahbub  

💻 যুক্ত হোন:
ফেইসবুক:   / adyopanto  

💻 আমাদের ওয়েবসাইট:
https://www.atpoure.com

📌 For Copyright Related Issues, please get in touch with us:
[email protected]

Комментарии

Информация по комментариям в разработке