সৌদি আরব কেন ইয়েমেনে হামলা চালিয়েছিলো | Why is Saudi Arabia interested in Yemen

Описание к видео সৌদি আরব কেন ইয়েমেনে হামলা চালিয়েছিলো | Why is Saudi Arabia interested in Yemen

ইয়েমেন যুদ্ধে সৌদি আরবের স্বার্থ কি? ইরান কি চায় ?? আদ্যোপান্ত সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন 🔔 :    / adyopanto  

আরব বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতার কেন্দ্রবিন্দু হলো ইয়েমেন। মনুষ্যনির্মিত প্রথম শহরগুলোর একটি গড়ে উঠেছিল এই দেশের বুকে। দেখা মেলে তিন হাজার বছর পুরোনো বাঁধেরও। হযরত মুহাম্মদ (সা)-এর জীবদ্দশাকালীন ইসলামের একেবারে প্রথম দিককার মসজিদ থেকে শুরু করে ইসলামী যুগের প্রথম বিশ্ববিদ্যালয় ও আরও অনেক প্রাচীন ঐতিহ্যবাহী স্থানে ইয়েমেন পরিপূর্ণ। অথচ আজ ধুঁকে ধুঁকে নিঃশেষ হচ্ছে মধ্যপ্রাচ্যের এই ঐতিহ্যবাহী দেশ। অর্ধযুগেরও বেশি সময় ধরে ক্ষণে ক্ষণে মৃত্যুর দামামা বাজছে দেশটিতে।

আজ এখানে সংঘাত তো কাল ওখানে। দীর্ঘকাল ধরেই এই দুর্বিষহ যন্ত্রণায় কাতরাচ্ছে দেশটি। দেশটির সম্পূর্ণ নিয়ন্ত্রণও নেই একক কারোর হাতে। যারা ক্ষমতা চায় তারা প্রত্যেকেই নিজ স্বার্থে যুদ্ধ চালাচ্ছে, রক্তে ভেজাচ্ছে মাতৃভূমির বুক। ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে ৭ বছরেরও বেশি সময় ধরে ভয়ংকর এক যুদ্ধে আটকে আছে ইয়েমেন। এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন আড়াই লাখেরও বেশি মানুষ। লাখ-লাখ মানুষ বাড়ি-ঘর হারিয়েছেন, শরণার্থী হয়ে বরণ করে নিয়েছেন মানবেতর জীবন। এ যেন গেম অব থ্রোনসে ফুঁটিয়ে তোলা কোনো চক্রান্তের বাস্তব রূপ। জাতিসংঘ তো বলেই দিয়েছে দেশটিতে বর্তমানে ‘সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয়’ চলছে। গেল বছরের এক প্রতিবেদনে জাতিসংঘ জানিয়েছিল, এই সংঘাতের শিকার হয়েছেন ৩ লাখ ৭৭ হাজারেরও বেশি মানুষ। বাদ যাচ্ছে না দুধের শিশুও।

২০২১ সালের হিসাব অনুযায়ী, দেশটিতে প্রতি ৯ মিনিটে একটি করে ৫ বছরেরও কম বয়সী শিশু প্রাণ হারাচ্ছে। সেভ দ্য চিলড্রেন-এর রিপোর্টেও দেখা গেছে, ২০১৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত যত মানুষ মারা গেছে তার চার ভাগের এক ভাগই ছিল কোমলমতি শিশুরা। এমন সহিংস পরিবেশের মধ্যে বছরের পর বছর দুর্ভিক্ষের দোরগোড়ায় পড়ে রয়েছে দেশটি। তিন কোটি জনসংখ্যার এই দেশের দেড় কোটির বেশি মানুষেরই কপালে প্রতিদিনের খাবার জোটে না। হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, দেশটিতে ২০ লাখের মতো ৫ বছরের কম বয়সী শিশু রয়েছে। ঠিকমতো ত্রাণ সহায়তা না পেলে এই ২০ লাখের মধ্যে ৪ লাখ শিশু অপুষ্টিতে শুকিয়ে হাড়-জিরজিরে হয়ে মৃত্যুবরণ করবে। জানলে অবাক হতে পারেন যে, এসবই হলো প্রভাব বিস্তারের জন্য নোংরা এক নির্মম খেলার প্রতিফলন। আদতে ইয়েমেনের এই যুদ্ধ হলো মূলত ইরান-সৌদি জোটের প্রক্সি ওয়ার। যে যুদ্ধে কেউই জয়ী হতে পারেনি, বিজয়ী হওয়ার সম্ভাবনাও ক্ষীণ।


▶ Follow Me on Facebook:
  / damahbub  
▶ Follow Me on Instagram:
  / da.mahbub  


💻 যুক্ত হোন:
ফেইসবুক:   / adyopanto  

💻 আমাদের ওয়েবসাইট:
https://www.atpoure.com

📌 For Copyright Related Issues, please contact us:
[email protected]

Комментарии

Информация по комментариям в разработке