বাংলাদেশের অর্থনীতি ভারতের ওপর কতটা নির্ভরশীল ?| আদ্যোপান্ত | Economy of Bangladesh

Описание к видео বাংলাদেশের অর্থনীতি ভারতের ওপর কতটা নির্ভরশীল ?| আদ্যোপান্ত | Economy of Bangladesh

ভারত ছাড়া বাংলাদেশের অর্থনীতি কি টিকতে পারবে ?? আদ্যোপান্ত সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন 🔔 :    / adyopanto  

গত ২৬ আগস্ট ভারতের ইকোনোমিক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে- ২০২৩-২৪ অর্থবছরে ভারত বাংলাদেশে যে পরিমাণ পণ্য রপ্তানি করেছে, বিশ্বের বৃহত্তম অর্থনীতি—যেমন জাপান, জার্মানি বা ফ্রান্সেও সে পরিমাণ রপ্তানি করেনি। শুধু তাই নয়, ভারত–বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য যে হারে বেড়েছে, বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে ভারতের বাণিজ্য সেই অনুপাতে বাড়েনি। ২০০৯ সালে বাংলাদেশে ভারতের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল ২.৪ বিলিয়ন মার্কিন ডলার; ২০২৩ সালে যা ১৩.১ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়। অর্থাত দ্বিপক্ষীয় বাণিজ্য বেড়েছে প্রায় সাড়ে ৫ গুন। তবে এর মধ্যে, বাংলাদেশে ভারতের রপ্তানির হার বেড়েছে উল্লেখযোগ্য পরিমাণে। ২০০৯ সালে ভারতের পণ্য বাণিজ্যের ১ দশমিক ২ শতাংশের গন্তব্য ছিল বাংলাদেশ; আর ২০২৩ সালে তা দাড়ায় ২ দশমিক ৬ শতাংশ। বর্তমানে, ভারতের পঞ্চম বৃহত্তম রপ্তানি গন্তব্য হচ্ছে বাংলাদেশ। অর্থাত, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশ এখন ভারতের অন্যতম বৃহত্তম অংশীদার এবং দক্ষিণ এশিয়ায় বৃহত্তম। বাংলাদেশে যেসব দেশ থেকে সবচেয়ে বেশি পণ্য আমদানি করা হয়, সেই তালিকায় এখন চীনের পরেই রয়েছে ভারত।

▶ Follow Me on Facebook:
  / damahbub  
▶ Follow Me on Instagram:
  / da.mahbub  

💻 যুক্ত হোন:
ফেইসবুক:   / adyopanto  

💻 আমাদের ওয়েবসাইট:
https://www.atpoure.com

📌 For Copyright Related Issues, please contact us:
[email protected]

Комментарии

Информация по комментариям в разработке