বহু পুরনো বাগান বেশ কিছু পুরনো গাছ কেষ্টপুরের স্বস্তিকা দির ছাদ বাগান পরিদর্শন করে দেখতে পেলাম

Описание к видео বহু পুরনো বাগান বেশ কিছু পুরনো গাছ কেষ্টপুরের স্বস্তিকা দির ছাদ বাগান পরিদর্শন করে দেখতে পেলাম

#rooftop_garden_overview #green_friends
আপনাদের প্রিয় চ্যানেল প্রত্যেকটা মানুষ ভালোবাসে এই চ্যানেলকে তারা তাদের নিজেদের মতন করে পছন্দ করে বিশেষ করে ছাদ বাগান গুলি দেখতে ভালো লাগে তাদের সকলের কারণ ছাদবাগান গুলি সব সময় নতুন কিছু পাওয়া যায়,

ভালো লাগে একে অপরের ছাদ বাগান দেখতে তারা কিভাবে কাজ করছে না করছে সবকিছু জানতে পারা যায় আজ যে ছাদ বাগানটি আপনার দেখাচ্ছি বহু পুরনো ছাদ বাগান তবে হ্যাঁ গাছের সংখ্যা প্রচুর আছে তার কারণ বিশাল বড় ছাদ বাগান তবে এই ছাদ বাগানে বেশ কিছু গাছ আমরা দেখব যেগুলি অতি পুরনো গাছ সচার আচার ছাদ বাগানে দেখা যায় না।

কিন্তু যে মানুষটি এই বাগান তৈরি করেছেন তার যে ভীষণ ভালো লাগে গ্রামের সহজ সরল গাছগুলি আজ ছাদের উপরে হচ্ছে যেমন এখানে বেশ কিছু এলাকা দেখতে পাবো নিম পাতা গাছ দেখতে পাবো জবা ফুল গাছের বেশি ভ্যারাইটি আমরা দেখতে পাবো আমরা সবাই বিদেশি ভ্যারাইটি নিয়ে ব্যস্ত তবে এখানে বিদেশি নয়,

সমস্ত দেশি ভেরাইটি নিয়ে ব্যস্ত। আমরা যারা ছাদে বাগান করি তারা ভীষণভাবে বিদেশি গাছের উপরে লোভ বা ইচ্ছা প্রকাশ করে।

অতি সহজে ছাদবাগান তৈরি করা হচ্ছে, কোনো কঠিন কাজ নেই এই ছাদ বাগানে, ভালো লাগে দেখতে প্রত্যেকটা বাগানের এক একটি রূপ আমরা চেষ্টা করি সবার সামনে তুলে ধরার বাগান গুলিকে।

ছাদবাগান তুলে ধরলে একটি ছাদ বাগান দেখে আরও একটি নতুন ছাদ বাগান তৈরি হয় একটি বাগানের সঙ্গে আরেকটি বাগানের মিল খুঁজে পাওয়ার চেষ্টা করি বিশেষ করে গাছের কোন বাগানে যদি প্রচুর পরিমাণে ফুল বা ফল ফোটে, সেই গাছের প্রতি আলাদা টান আমাদের সকলের বাড়ে।

আর কলকাতার একদম মেন টাউনে যদি এমন বাগান করা সকলের পক্ষে সম্ভব হয় তাহলে ভীষণ ভালো একটা পরিবেশ আমরা সবাই মিলে করতে পারি।

আমরা সর্বদা সেই চেষ্টা করছি সবাইকে একসঙ্গে ভালো থাকতে হবে ছাদ বাগান গুলি সবুজে ভরাতে হবে তাই রোজ দুপুর একটাই নতুন ভিডিও থাকে, সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ গ্রীন ফ্রেন্ডসের সাথে থাকুন।

Комментарии

Информация по комментариям в разработке