ঈশ্বরের মন্ডলী যারা গ্রহণ করেছে পঞ্চাশত্তমী দিনের পবিত্র আত্মা 【আন্‌সাংহোং, মাতা ঈশ্বর】

Описание к видео ঈশ্বরের মন্ডলী যারা গ্রহণ করেছে পঞ্চাশত্তমী দিনের পবিত্র আত্মা 【আন্‌সাংহোং, মাতা ঈশ্বর】

【বাংলা, Bengali】
[এই ভিডিওটি বিশ্ব সুসমাচার প্রচার সংস্থা ঈশ্বরের মণ্ডলীর দ্বারা কপিরাইট করা। বিনা অনুমতিতে এর প্রতিলিপি করা এবং বিতরণ করা নিষিদ্ধ।]

ঈশ্বরের মন্ডলী, যারা উদ্ধারের সত্য, নতুন নিয়মের প্রচার করে
চার্চের মূল উদ্দেশ্য হল উদ্ধারের বার্তা সারা জগতে প্রচার করা।

ঈশ্বরের মন্ডলী নিস্তারপর্ব পালন করেন যা খ্রীষ্ট আন্সাংহোং পুনঃস্থাপন করেছেন
ঈশ্বরের মন্ডলী, যেখানে ২ হাজার বছর আগে পিতর, যোহন ও প্রেরিত পৌল যোগদান নিয়েছিলেন এবং সেখানে নতুন নিয়মের বিশ্রামদিন, নিস্তারপর্ব ও পঞ্চাশত্তমী পর্বও পালন করা হত। তখন সেই ঈশ্বরের মন্ডলীতেই পঞ্চাশত্তমী পর্বের পবিত্র আত্মা ঢেলে দিয়েছিলেন এবং এই পবিত্র আত্মার যুগেও সেই ঈশ্বরের মন্ডলীতেই পবিত্র আত্মা ঢেলে দিচ্ছেন এবং সেখানে এই জগতকে উদ্ধার করা্র মন্ডলীর দায়িত্বের ভার দিয়েছেন।

প্রেরিত ১;৮
“কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপর আসিলে তোমরা শক্তি প্রাপ্ত হইবে;
আর তোমরা যিরুশালেমে, সমুদয় যিহূদিয়া
ও শমরিয়া দেশে, এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হইবে।”

〖World Mission Society Church of God〗https://watv.org
〖India〗https://indiawmscog.org
〖WATV Media Cast〗https://watvmedia.org/bn

Комментарии

Информация по комментариям в разработке