কীটনাশক পরিচিতি প্রতিটা পর্বে আমি আলোচনা করে থাকি যে ওই কীটনাশক এর মধ্যে যে কেমিক্যাল কম্পোজিশন থাকে সেই কেমিক্যাল কম্পোজিশন কিভাবে কীটপতঙ্গের মধ্যে বিক্রিয়া ঘটিয়ে কীটপতঙ্গদের মেরে ফেলে, মানে কার্যকারিতা।ওই কেমিক্যাল কম্পোজিশন এর কীটনাশক আমরা কখন কিভাবে ব্যবহার করলে সবচেয়ে ভালো কাজ পাবো, সেই সব বিষয়গুলো নিয়েই ভিডিও গুলোতে আলোচনা করেছি।এছাড়া এই কেমিক্যাল কম্পোজিশন এর কীটনাশক বাজারে আর কোন কোম্পানির কি নামে পাওয়া যায় তারও একটা লিস্ট এই ভিডিও শেষে দেয়া আছে।
এই ভিডিওতে আমি আলোচনা করেছি "Chlorantraniloprole/ক্লোরানট্রানিলোপ্রোল" কেমিক্যাল কম্পোজিশন এর কীটনাশক গুলো নিয়ে।
সতর্কতাঃ কীটনাশক ব্যবহারের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা দরকার।
১. যেহেতু কীটনাশক আমাদের শরীরের ক্ষতি করে সেহেতু কীটনাশক ব্যবহারের আগে এবং ব্যবহারের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা দরকার।
২. কীটনাশক ব্যবহারের সময় কীটনাশক প্যাকেটের সঙ্গে যে লিফলেট দেয়া থাকে সেটাকে ভালো করে পড়ে সেই নিয়ম অনুসরণ করেই কীটনাশক গাছে প্রয়োগ করা উচিত।
৩. কীটনাশক নির্দিষ্ট জায়গায় সংরক্ষিত করা উচিত।
৪. সঠিক সময়ে ও সঠিক পদ্ধতি মেনে স্প্রে করা উচিত।
ব্যবহার:-
পোকা — মাজরা , পাতামোড়া , ওয়াটার উইভিল , শুঁটি ছিদ্রকারী পোকা ডগা ও ফলছিদ্রকারী পোকা , ডগা ও কাণ্ড ছিদ্রকারী পোকা , ফল ছিদ্রকারী পোকা বোলওয়ার্ম , হীরকপিঠ মথ , সাদামাছি , কলোরাডো বিটল , সাদা পাতা ফড়িং , কাটুইপোকা , উই , নালীপোকা , বিটল , গ্রাব , উইভিল ।
ফসল — ধান , ডালশস্য , অড়হর , সয়াবীন , টমাটো , বেগুন , লঙ্কা ও অন্য সবজি , আখ , তুলা , আপেল , আলু , ফলগাছ , সমস্ত ধরনের ফুলের গাছের।
নথিভুক্ত ফর্মুলেশান : ১৮.৫ % এস.সি.(৩মিলি/১৫লি), ( ২৭৫ মিলি / হে . , স্প্রে মিলি / লিটার জলে )
@ ০.৪ % জি .(১৩০০গ্রাম/১বিঘা)( ১০ কেজি / হেঃ ) ।
বাণিজ্যিক নাম : ১৮.৫ % এস.সি. - কোরাজেন ( ডুপন্ট ) কসস্কো (পি.আই)
০.৪ % জি . — ফারটুরা ( ডুপন্ট ) ইনফিউজ(আদামা), কসস্কো(পি.আই)
#Coragen #Ferterra
#কীটনাশক
ছত্রাকনাশক পরিচিতি 🧬🦠: • ছত্রাকনাশক পরিচিতি 🧬🦠
কীটনাশক পরিচিতি: • কীটনাশক পরিচিতি
কীট-পতঙ্গ পরিচিত 🦗🐜🦗🪲🕷️🐝🪳🐞🦋: • কীট-পতঙ্গ পরিচিত 🦗🐜🦗🪲🕷️🐝🪳🐞🦋
কীটনাশক, ফাংগিসাইড, বীজ এবং সার কিনতে নিচের লিংকে ক্লিক করুন।
https://wa.me/c/917076392952
আমাদের ফেসবুক গ্রুপ
https://www.facebook.com/groups/37819...
Instagram
@agritechshanto. https://www.instagram.com/invites/con...
Twitter🐦
https://twitter.com/AgriShanto?s=09
আমাদের ফেসবুক
Facebook page / agri-tech-shanto-397032297779548
Информация по комментариям в разработке