তপোবন জঙ্গলে হাতির কবলে বাঙালি ইউটিবার গ্রুপ || তপোবন বাল্মিকী আশ্রম || Tapoban || Nayagram || Jhargram ||
গত 7,8,9/5/2022 তারিখ, ২ রাত তিন দিনের- বাঙালি ট্রাভেল ইউটিউবার গ্রুপের মিট আপ ব্যাবস্থা করি। যেখানে পশ্চিমবঙ্গের প্রায় ১৪ টি জেলার ২৫ জনের মতো ট্রাভেল ইউটিউবাররা অংশগ্রহণ করেন। সবার মতানুযায়ী ঝাড়গ্রাম জেলার অন্তর্গত নয়াগ্রামের, রামেশ্বর অতিথি নিবাসে রাত্রিযাপন করি সবাই।
উদ্দেশ্য ছিল ঝাড়গ্রাম জেলার অফবিট নয়াগ্রামের সুন্দর সুন্দর ট্যুরিস্ট স্পট গুলো তুলে ধরার। প্রথম দিন বিভিন্ন প্রান্ত থেকে সবাই মিলিত হই খড়িকামাথানীতে, বিকেলে কুরুমবেড়া দূর্গ, সুবর্ণরেখা নদী, জঙ্গলকন্যা সেতুর ভিডিও করে রামেশ্বর পৌছানো হয় রাতে।
রাতেই রামেশ্বর অতিথি নিবাসে হয় সবার মিট আপ। ইউটিউব সংক্রান্ত জানা অজানা বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা করা হয়। সব শেষে রাতের ডিনার ভাত, ডাল, মিক্সড ভেজিটেবল, কষা মাংস, স্যালাড, পাঁপড় সহ যোগে ভুরি ভোজ।
রাতে হঠাৎ গ্রামবাসীর চেঁচামেচিতে বুঝি বুনো হাতি 🐘 এসে গেছে। সবাই হই হই করে নীচে নেমে আসে হাতির 🐘 দর্শনে। দূরে দেখা যায় মশালের আলোয় হাতির 🐘 পাল। শেষ রাত্রে ঘুমিয়ে পড়ি সবাই।
সকাল সকাল সবার ঘুম ভেঙে যায়। কারণ অনেক গুলো স্পটে ঘুরে হবে যে। শেষ মেষ সবাই রেডি হয়ে বেরিয়ে পড়ি তপোবনের উদ্দেশ্যে। সরু লাল মোরামের রাস্তা, দুদিকেই আটাড়ি লতার গাছ। হঠাৎ সামনে থেকে এক পথিক আমাদের গাড়ি আটকে বলে... "সামনে হাতি 🐘 আছে, যাওয়া যাবেনা"। সবাই ভয়ে আতঙ্কে জড় সড়। আমি লোকাল হওয়ার জন্য, সবাইকে আশ্বাস দিই। নামতেও বলি, শেষ মেস সবাই নেমে ভিডিও করে, কিছু বাদে হাতি 🐘 চলে গেলে। যে যার গাড়ীতে উঠে পড়ি। সবাই একরাশ খুশি মনে হাতির 🐘 ও জঙ্গলের ভিডিও করতে করতে শেষমেশ তপোবন পৌঁছাই।
তপোবন সত্যিই অসাধারণ সুন্দর। চারিদিকে শাল, মহুয়া, কেন্দু গাছের সমাহার। তার মাঝ বরাবর বয়ে গেছে ছোট্ট একটি খাল, নাম তার সীতা নালা। পারাপার করার জন্য রয়েছে সাঁকো টাইপের পুল। রয়েছে একটি বিশালাকায় উই এর ঢিবি। অতিথি শালাও রয়েছে। বিশালাকায় বট বৃক্ষের তলায় রয়েছে বাল্মিকী মুনীর সমাধিস্থল। কাছেই সীতা কুটির ও সীতাধুনি। এই ধুনি বহু প্রাচীন কাল থেকেই জ্বলে আসছে। যে যায়, সেই এক খণ্ড কাঠ দিয়ে আসে। আম, কাঁঠাল, কেঁদু, পিয়াল, তেঁতুল গাছেরও সম্ভার রয়েছে। রয়েছে একটি আরটিজিও কূপ, যেখান থেকে আপনা আপনি জল বেরোতেই থাকে।
তপোবনে রয়েছেন বেশ কিছু জন সন্নাসী। তপোবন সম্পর্কে তাঁরা অনেক অজানা তথ্য জানিয়ে দিলেন। হলুদ জল ও কাজল জলের রহস্য দারুন ভাবে বুঝিয়ে দিলেন। জঙ্গলের মাঝে দিয়ে কিছুটা হেঁটে গেলে পড়বে তিলক মাটির ভূমি রুপ। এই তিলক সন্ন্যাসীরা কপালে, বাহুতে লাগান। এই স্থানেই হরিণের 🦌পাল আসে এই মাটি ও সীতানালার জল খেতে। জঙ্গলে রয়েছে প্রচুর হাতি 🐘, হরিণ 🦌, খরগোশ 🐇, বন্য বরাহ 🐖, বিভিন্ন প্রজাতির সাপ🐍, বন মোরগ🐔, বিভিন্ন প্রজাতির পাখি 🐦🕊️🦜... কাছেই ছোট্ট একটি ড্যাম। অনেকেই স্নান করে তাতে।
সবাই সমস্ত দর্শন ও ভিডিও করে আবারো বেরিয়ে পড়লাম উড়িষ্যার উদ্দেশ্যে। পরবর্তী ভিডিও উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার অন্তর্গত বাংরিপোষী ভ্রমণ। আমার চ্যানেলের অন্যান্য ভিডিও গুলো দেখার জন্য নীচের লিঙ্কে ক্লিক করুন 🙏
/ @pranabtravellers7270
বিঃ দ্রঃ- সম্পূর্ণ ঝাড়গ্রাম, বাংরিপোষী, কেওনঝড়, সিমলীপাল, পঞ্চলিঙ্গেশ্বর ঘোরার জন্য যোগাযোগ করুন 🙏
প্রণব মাহাত / মোবাইল- 9641937200
🙏"বাঙালি ইউটিউবার গ্রুপ মিট আপ" এ যারা যারা ছিলেন, তাদের- নাম, জেলা, ইউটিউব চ্যানেল ও লিঙ্ক এর তালিকা🙏
❤️1. প্রণব মাহাত - Pranab Traveller's (ঝাড়গ্রাম)
YouTube Link:- / @pranabtravellers7270
❤️2. সুনীপম মহাকুল - Sunipam Mahakul (ঝাড়গ্রাম)
YouTube link:- / sunipammahakul
❤️3. কল্যান সতপথি - Explorer Kalyan (ঝাড়গ্রাম)
/ explorerkalyan
❤️4. শুশোভন সাহু - Source Counting (পূর্ব মেদিনীপুর)
YouTube Link:- / sourcecounting
❤️5. শুশোভন চক্রবর্তী - Hello India (পশ্চিম বর্ধমান)
YouTube Link:- / helloindia101
❤️6. হরিশ্চন্দ্র রুইদাস - Durgapur Info / RBH (পশ্চিম বর্ধমান)
YouTube Link:- / @rbhcreationdurgapur
❤️7. প্রিয়াঙ্কা দাস - TEPANTOR (পশ্চিম বর্ধমান)
YouTube Link:- / tepantor2510
❤️8. পূর্বা ব্যানার্জী ঘোষ - TRAVEL WITH MATHEMATICS TEACHER (হাওড়া)
YouTube Link:- / @travelwithamathematicsteac2037
❤️ 9. অমিত মাঝি - Mohor Creation (কোলকাতা)
YouTube Link:- / mohorcreation
❤️ 10. সুজীত সাহু - Sujit Sahoo Photography (পশ্চিম মেদিনীপুর)
YouTube Link:- / sujitsahoophotography
❤️ 11. মৃলাঙ্ক শেখর সুর - Traveller Mrilanka (বীরভূম)
YouTube Link:- / travellermrilanka
❤️ 12. দ্বীপ চক্রবর্তী - Traveller Papay Lifestyle (উত্তর ২৪ পরগনা)
YouTube Link:- / @travellerpapay
❤️ 13. রোহন বিশ্বাস - Hey, It's ROHAN (নদীয়া)
YouTube Link:- / heyitsrohan
❤️ 14. সৌরভিত বোস - Bengali Festival Channel (বাঁকুড়া)
YouTube Link:- / bengalifestivalyt
❤️ 15. সব্যসাচী মাহাত - India Travel Sabya (পুরুলিয়া)
YouTube Link:- / @indiatravelsabya
❤️ 16. প্রীতম দাস - Pritamdvlogger (ঝাড়গ্রাম)
YouTube Link:- / pritamdvlogger
❤️ 17. সায়ন্তন দাস ও জনি ঘোষ - Ghost rider (ঝাড়গ্রাম)
YouTube Link:- / @jhargramexplorer8531
Информация по комментариям в разработке