- মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী Lal kach -🚩সন্ন্যাসী বাড়ি📍Abdullahpur.

Описание к видео - মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী Lal kach -🚩সন্ন্যাসী বাড়ি📍Abdullahpur.

বাংলা চৈত্র মাসের শেষ দিন চৈত্র সংক্রান্তি। এই চৈত্র সংক্রান্তি উপলক্ষে দেশের নানা অঞ্চলে নানা পূজা, পার্বণ ও মেলার আয়োজন করা হয়। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার আবদুল্লাপুরে প্রতিবছর কাচ নৃত্য ও শোভাযাত্রা হয়। শত বছরের পুরোনো এই নাচ ‘লাল কাচ’ বা ‘ঢোল কাচ’ হিসেবেও পরিচিত। এই নাচ হিন্দু দেবতা মহাদেব ও দেবী পার্বতীকে উৎসর্গ করা হয়। তাই তো এই আয়োজনে অনেকে মহাদেবের সাজে সেজে অংশ নেন।

Комментарии

Информация по комментариям в разработке