hsc খুদে গল্প লেখার নিয়ম।

Описание к видео hsc খুদে গল্প লেখার নিয়ম।

খুদে গল্প লেখার নিয়ম
ক্ষুদে গল্প লেখার ক্ষেত্রে কয়েকটি নির্দেশনা মেনে চললে ভালো মানের খুদে গল্প লেখা যায়। যেমন-
১. ক্ষুদে গল্প লেখার আগে যে বিষয়ে কাহিনী সূত্র বা সংকেত অবলম্বন করে লিখতে হবে সে বিষয়ে মনের মধ্যে কাহিনীর একটি খসড়া তৈরি করে নিতে হবে।

২. যদি গল্প লেখার অভ্যাস করতে হয় তাহলে সবার আগে পারিপার্শ্বিক পরিবেশ মনোযোগ দিয়ে লক্ষ্য করতে হবে।

৩. ক্ষুদে গল্প লেখার সময় কাহিনীটিকে জটিল না করাই ভালো। এ ধরনের গল্পে কোন চরিত্র যাতে ভিড় না করে সেদিকে খেয়াল রাখতে হবে।

৪. ক্ষুদে গল্পের শুরু থেকেই পাঠকের মনে কৌতুহল সৃষ্টি করে রাখতে হবে। যাতে করে গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত পাঠকের পড়ার আগ্রহ থাকে।

৫. খুঁজে গল্পের পরিবেশ রচনার জন্য ঘটনা ঘটার জায়গা, সময়, আবহাওয়া ও পরিবেশ ইত্যাদি উল্লেখ করা প্রয়োজন।

৬. ক্ষুদে গল্পের চরিত্র অনুযায়ী ভাষা প্রয়োগ করতে হবে।

৭. সাধারণত উচ্চ মাধ্যমিক পর্যায়ে ক্ষুদে গল্প লিখনের ক্ষেত্রে তিন ধরনের বিষয়ে লেখার অভ্যাস গড়ে তুলতে হবে। সেগুলো হলো- ১. বিষয়সূত্র অবলম্বনে, ২. সংকেত সূত্র অবলম্বনে, ও ৩. কোন নীতিবাক্য অবলম্বনে।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার গুরুত্বপূর্ণ খুদে গল্প:
১. ‘স্মৃতির মণিকোঠায়’ শিরোনামে একটি খুদে গল্প লেখ।
২. ‘হায়েনার আনাগোনা’ শিরোনামে একটি খুদে গল্প লেখ।
৩. ‘কোনো এক হরিপদ’ শিরোনামে একটি খুদে গল্প লেখ।
৪. ‘একজন বিপ্লবীর মা’ শিরোনামে একটি খুদে গল্প লেখ।
৫. ‘লাল চুড়ি’ শিরোনামে একটি খুদে গল্প লেখ।
৬. ‘হঠাৎ মেঘে ঢাকা সূর্য’ শিরোনামে একটি খুদে গল্প লেখ।
৭. ‘মৌনতা’ শিরোনামে একটি খুদে গল্প লেখ।
৮. ‘ধরাতলে নরাধম’ শিরোনামে একটি খুদে গল্প লেখ।
৯. ‘মাদকের ছোবল’ শিরোনামে একটি খুদে গল্প লেখ।
১০. ‘সন্তানস্নেহ’ শিরোনামে একটি খুদে গল্প লেখ।
১১. ‘বিজয়’ শিরোনামে একটি খুদে গল্প লেখ।
১২. ‘পরিবেশ দূষণ’ শিরোনামে একটি খুদে গল্প লেখ।
১৩. ‘গ্রামে ফেরা’ শিরোনামে একটি খুদে গল্প লেখ।
১৪. ‘যানজট’ শিরোনামে একটি খুদে গল্প লেখ।
১৫. ‘মিথ্যাবাদীর শাস্তি’ শিরোনামে একটি খুদে গল্প লেখ।
১৬. ‘দুর্ঘটনা’ শিরোনামে একটি খুদে গল্প লেখ।
১৭. ‘রক্তঝরা ফাগুন’ শিরোনামে একটি খুদে গল্প লেখ।
১৮. ‘শব্দদূষণ’ শিরোনামে একটি খুদে গল্প লেখ।
১৯. ‘পানি দূষণ’ শিরোনামে একটি খুদে গল্প রচনা করো।
২০. ‘আমার শৈশব স্মৃতি’ শিরোনামে একটি খুদে গল্প রচনা করো।
২১. ‘প্রতিবন্ধী শিশু’ শিরোনামে একটি খুদে গল্প রচনা কর।
২২. ‘শিশু নির্যাতন’ শিরোনামে একটি খুদে গল্প লেখো।
২৩. ‘রক্তদানের পুণ্য’ শিরোনামে একটি খুদে গল্প লেখ।

Комментарии

Информация по комментариям в разработке