এক দারুন পুরোনো গাছে । দীপাংশু আচার্য । প্রসেন @Dipangshu Acharya

Описание к видео এক দারুন পুরোনো গাছে । দীপাংশু আচার্য । প্রসেন @Dipangshu Acharya

এক দারুন পুরোনো গাছে
Lyrics Dipangshu Acharya
Composition Prosen
Singer Prosen
lyrics
এক দারুণ পুরোনো গাছে ঝোলে বরফের দূরবীন
দেখে পৃথিবীর খেলাধুলো, আমি হয়ে গেছি উদাসীন
তুমি আদিম উপলে বসে আঁকো প্রবাদের মত গ্রাম
আমি দেবযান লেখা খামে, ভাঙা সুখবর পাঠালাম
ওড়ে সাঁঝের কাজললতা যেন কবেকার কিশলয়
রাতে বিস্তার হলে কালো, তাতে অতীত জমাতে হয়
খুব লন্ঠন মাখা সুরে কাঁদে ওপারের ভায়োলিন
শুনে সময়ের স্বরলিপি আমি হয়ে গেছি উদাসীন
এই ঝালর দোলানো হাওয়া এসে চুমু খায় বারোমাস
জলে ফাল্গুন খেলে যায়, আর কেঁপে ওঠে রাজহাঁস
তাই তোমাকে জড়িয়ে থাকি, বসে দেবতার নৌকায়
দেখে আমাদের ভালোবাসা মাঝি উদাসীন হয়ে যায়

Комментарии

Информация по комментариям в разработке