Prabarana Purnima | Phony Film | Rishad Faisal

Описание к видео Prabarana Purnima | Phony Film | Rishad Faisal

🌕

" উৎসবের দেশে প্রবারণা পূর্ণিমা "

বাংলাদেশ উৎসবের দেশ। আমাদের পারিবারিক মূল্যবোধ, সামাজিক বন্ধন, ধর্মীয় সম্প্রীতির মূল খুঁজতে হলে আমাদের উৎসবের দিকে তাকাতে হবে। আমাদের জনজীবনের মৌলিক ঐক্যের শক্তি বুঝতে হলে আমাদের জাতীয় উৎসবের স্পন্দন শুনতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে জনপদের আবেগ বুঝতে হবে। উৎসবের দেশে বৌদ্ধ ধর্ম বিশ্বাসীদের অন্যতম প্রধান উৎসব প্রবারণা পূর্ণিমা। প্রবারণা পূর্ণিমার অন্য নাম আশ্বিনী পূর্ণিমা।

প্রবারণা শব্দের অর্থ বিশেষভাবে বারণ করা। প্রবারণা সম্পর্কে গৌতম বুদ্ধ ভিক্ষুদের উদ্দেশ্যে বলেছিলেন - 'হে ভিক্ষুগণ, আমি আদেশ করছি যে, বর্ষাবাসী ভিক্ষুগণ তাদের জানা অজানা ত্রুটির জন্য প্রবারণা করবে।' বুদ্ধের আদেশ এবং নিয়ম-নীতি মেনে ভিক্ষুগণ আজ পর্যন্ত এই ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছেন। এরই ধারাবাহিকতায় প্রবারণা অনুষ্ঠান ধীরে ধীরে অতীব গুরুত্বপূর্ণ বৌদ্ধ ধর্মীয় উৎসবে রূপ নিয়েছে।

বৌদ্ধ ভিক্ষুগণের কাছে প্রবারণা মানে 'বড় ছাদাং'। ছাদাং শব্দের অর্থ উপোসথ। এই দিনকে তাঁরা সবচাইতে ভালো উপোসথ দিবস হিসেবে মানেন। প্রবারণা উৎসবের আগে আষাঢ়, শ্রাবণ, ভাদ্র এই তিনমাস ভিক্ষুগণ স্থায়ীভাবে কোন আবাসে অবস্থান করেন। ত্রৈমাসিক এই অবস্থানকে বলা হয় বর্ষাবাস। বর্ষাকালের পুরোটাই ভিক্ষুগণ ধ্যাণ এবং সাধনায় অতিবাহিত করেন। একে অন্যের কাছে নিজেদের ভুল-ত্রুটি স্বীকার করে নেন। দোষ স্বীকারের মধ্য দিয়ে আত্মশুদ্ধি করা হয়।

শুভ্র শরতে আসে প্রবারণা উৎসব। এই দিনে হিংসা বিদ্বেষ ভুলে শারদীয় সাদা মনে বৌদ্ধ সমাজ বিহারে মিলিত হয়। বাংলাদেশি বৌদ্ধদের ঘরে ঘরে সাড়া জাগে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে যায়। একে অন্যের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং নিজেদের ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নেন। বৌদ্ধ বিহারে চলে ধর্মীয় আলোচনা, বুদ্ধের বাণী বিশ্লেষণ। সন্ধ্যায় ওড়ানো হয় ফানুস। বুদ্ধ কীর্তনে, আনন্দে মেতে ওঠে বিহার প্রাঙ্গণ।

মাটিতে জ্বলন্ত প্রদীপের উচ্ছ্বাস, আকাশে উড়ন্ত ফানুসের আলোকিত যাত্রায় বৌদ্ধ সমাজ জেগে ওঠে সুন্দর ভবিষ্যতের প্রত্যাশায়। এই প্রবারণা উৎসবের মধ্য দিয়েই শুরু হয় মাসব্যাপী কঠিন চীবর দান উৎসব। গৃহী বৌদ্ধ এবং ভিক্ষুসংঘ দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গিয়ে এই উৎসবে অংশগ্রহণ করেন। সকল প্রাণের সুখের জন্য, জগতের কল্যাণের জন্য প্রার্থনা করেন।

উৎসবের দেশে এভাবেই প্রতিবছর প্রবারণার রঙে, মানুষের বিশ্বাসে ভর করে, জেগে ওঠে বৌদ্ধ সমাজ। সম্প্রীতির আলোয় আলোকিত হয় আমাদের বাংলাদেশ।

© রিশাদ ফয়সল

Комментарии

Информация по комментариям в разработке