দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা : ইতিহাসের পর্দা ফাঁস / Real History of Dakshineswar Temple

Описание к видео দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা : ইতিহাসের পর্দা ফাঁস / Real History of Dakshineswar Temple

This video is about the Real History of Dakshineswar Temple, Kolkata ( দক্ষিণেশ্বর মন্দির / কালীমন্দির প্রতিষ্ঠার ইতিহাস : ইতিহাসের পর্দা ফাঁস ). This is a direct challenge against the popular story regarding the history of the temple.

১৮৪৭ সালের ৬ই সেপ্টেম্বরে রানী রাসমণি দেবী হেস্টি সাহেবের কাছ থেকে ডিড অফ সেল এর মাধ্যমে ৪২,৫০০ টাকায় সেই সম্পত্তি কিনে নিয়েছিলেন, লোকমুখে যার পরিচয় ছিল 'সাহেবান বাগিচা' নামে। যদুমল্লিকের পার্শ্ববর্তী বাগানবাড়ি কিনে নিয়ে সেই মূল জায়গার সঙ্গে যুক্ত করা হয়েছিল। ঐতিহাসিক নিশীথরঞ্জন রায় বলেছেন যে, জমির আয়তনকে সম্প্রসারিত করার জন্য উত্তর দিকের মালোদের কিছু জমি এবং পূর্ব দিকে মুসলমানদের সম্পূর্ণ কবরস্থানও কিনে নেওয়া হয়েছিল। ফলে শেষ পর্যন্ত জমির পরিমাণ দাঁড়িয়ে ছিল মোট ৬০ বিঘা। বলাবাহুল্য, এই জমি সংগ্রহ করতে রানী রাসমণি দেবীকে খরচ করতে হয়েছিল মোট তদানীন্তন ৫৫০০০ টাকা। এই জমিতেই রাণীমা তৈরি করেছিলেন ঐতিহাসিক দক্ষিণেশ্বর কালীমন্দির।

বিভিন্ন রামকৃষ্ণ সাহিত্য অথবা বিভিন্ন লেখকের লেখা রানী রাসমণি দেবীর জীবনবৃত্তান্ত আপনি যদি পড়েন, আপনি দেখতে পাবেন, সেখানে বলা হয়েছে, দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠা করতে গিয়ে রানী রাসমণি দেবী বিপুল বাধার সম্মুখীন হয়েছিলেন। কি রকম বাধা? বাধাটা হলো এইরকম যে, রানী রাসমণি দেবী শূদ্র হওয়ায় সামাজিক প্রথা অনুযায়ী কোন ব্রাহ্মণ, এমনকি রানীর নিজের গুরুদেব, কুলগুরু – তিনি পর্যন্ত এই মন্দির প্রতিষ্ঠায় দেবীকে অন্নভোগ দিতে রাজি হন নি, দেবী পূজায় সম্মত হন নি। অগত্যা বাধ্য হয়ে যখন রানী রাসমণি দেবী বিভিন্ন চতুষ্পাঠীর পণ্ডিতদের কাছে এই বিষয়ে শাস্ত্র অনুযায়ী বিধান জানার জন্য সচেষ্ট হন, সেইসময় সমস্ত চতুষ্পাঠীর পণ্ডিতরা, সকলেই এই কাজকে, অর্থাৎ শুদ্রের মন্দির প্রতিষ্ঠার কাজকে অশাস্ত্রীয় বলে বিধান দেন।

একমাত্র কলকাতার ঝামাপুকুর চতুষ্পাঠীর পন্ডিত রামকুমার চট্টোপাধ্যায় বিধান দিয়েছিলেন যে, মন্দির প্রতিষ্ঠার আগে যদি কোনো ব্রাহ্মণকে ওই মন্দির দান করা যায় এবং সেই ব্রাহ্মণ যদি ওই মন্দিরে দেবীকে প্রতিষ্ঠা করে অন্নভোগের ব্যবস্থা করেন, তবে তা অশাস্ত্রীয় কাজ হবে না।

বলাবাহুল্য, এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রায় সর্বত্র এই কথাটি প্রচারিত যে, রানী রাসমণি দেবী শেষপর্যন্ত দক্ষিণেশ্বরের মন্দিরকে নিজের কুলোগুরুর নামে উৎসর্গ করেন এবং তারপরেই রামকুমার চট্টোপাধ্যায়কে মন্দিরের পুরোহিত হিসাবে কাজে নিযুক্ত করা হয়। বলাবাহুল্য দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠার নেপথ্যে এই কাহিনীটিই প্রায় সর্বজনবিদিত এবং প্রায় সর্বজনগ্রাহ্য।

কিন্তু এই বহুল প্রচারিত কাহিনীটি কতটুকু সত্য তা নিয়েই আমার আজকের এই ভিডিও। আসলে ভিডিওটিতে দক্ষিনেশ্বরে কালীমন্দির প্রতিষ্ঠার নেপথ্যে বহুল প্রচলিত কাহিনীটিকে বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। হয়তো প্রেজেন্টেশনটি ইমপ্রেসিভ হয়নি, তথাপি তথ্যের দিক দিয়ে ভিডিওটি নিঃসন্দেহে ব্যতিক্রমী।


For making this video, I am grateful to:
তথ্যঋণ:
১) রানী রাসমণির অন্তহীন জীবনবৃত্তে
By ড: শিশুতোষ সামন্ত
২) রানী রাসমনির জীবনবৃত্তান্ত
By নির্মল কুমার রায়
৩) সববাংলায় ডট কম
৪) উইকিপিডিয়া

#dakshineswartemple #dakshineswar #দক্ষিনেশ্বর

Now please watch this video and express your views in the comment section below.

Thanks a lot.
yours faithfully
The Galposalpo

Blog: http://thegalposalpo.blogspot.com

Facebook:   / thegalposalpo  

Instagram:   / thegalposalpo  

Twitter : https://twitter.com/DevsankarD?t=jQaF...

Note: The images are taken from internet only for educational purposes. I am grateful to the creators of the images. There are no similarities between the facts and the images. If anything is found wrong in the video, please inform me. I must edit the video or delete it. Please, don’t give copyright strike.

Комментарии

Информация по комментариям в разработке