চরিত্রবান মানুষ ছাড়া বন্ধু বাছাই করবে না | Coritro Ban Manus Chara | মল্লিক সংগীত

Описание к видео চরিত্রবান মানুষ ছাড়া বন্ধু বাছাই করবে না | Coritro Ban Manus Chara | মল্লিক সংগীত

চরিত্রবান মানুষ ছাড়া বন্ধু বাছাই করবে না | Coritro Ban Manus Chara Bondu Bacay Korbena | মল্লিক সংগীত

কথা : মতিউর রহমান মল্লিক
সুর : মশিউর রহমান
পরিবেশনা : প্রত্যাশা একাডেমি
পরিচালক : শেখ আবুল কাসেম মিঠুন
সহকারী পরিচালক : মাসুদ রানা
ক্যামেরা কারিগরী : আবুল হাসান, শিহাবুল ইসলাম
ভিডিও সম্পাদনা : মাহবুবুল আলম
ব্যবস্থাপনা :আফসার নিজাম
অর্থ ব্যবস্থাপনা :ওয়াছিকুল আজাদ সরকার
সার্বিক সহযোগিতা : মালিক আবদুল লতিফ
সার্বিক ব্যবস্থাপনা : হাসান মুর্তাজা
অডিও : শিল্পীসম্রাট আব্বাস উদ্দিন আহমদ রেকর্ডিং স্টুডিও
প্রযোজনা : বাংলাদেশ সংস্কৃতিকেন্দ্র
চ্যানেল : PROTTASHA
ফেসবুক : Prottasha Prangon


চরিত্রবান মানুষ ছাড়া
মতিউর রহমান মল্লিক

চরিত্রবান মানুষ ছাড়া
বন্ধু বাছাই করবে না,
আদর্শবান সঙ্গী ছাড়া
এদিক-ওদিক ঘুড়বে না।।

সৎ-সুন্দর সঙ্গ যেন
একটি গোলাপ বন,
গোলাপ বনের হৃদয় জুড়ে
ভ্রমর গুন্জরণ।।

তাইতো বলি অসৎ সাথীর
সঙ্গী থেকে মরবে না
আদর্শবান সঙ্গী ছাড়া
এদিক-ওদিক ঘুড়বে না

চোরের সাথে থাকলে
চুরি করার স্বভাব হয়,
নেশাখোড়ের বন্ধুদের-ও
নেশাখোড়-ই কয়।।

মনের ভুলেও খারাপ লোকের
পাল্লায় কভু পরবে না ।
আদর্শবান সঙ্গী ছাড়া
এদিক-ওদিক ঘুড়বে না ।

পূণ্যবানের সাথে যদি
কাটাও একটি ক্ষণ,
সাদা-মাটা শতাব্দী
তার কাছে সাধারণ।।

মিথ্যাবাদীর মিষ্টি কথায়
মোটেও কভু ভুলবে না ।
আদর্শবান সঙ্গী ছাড়া
এদিক-ওদিক ঘুড়বে না।।

Комментарии

Информация по комментариям в разработке