১৫ আগষ্ট ‘শোকের নয়-সুখের! | নুরুল হক নুর |15 August | M Sakhawat Hossain | Awami League | bnanews24

Описание к видео ১৫ আগষ্ট ‘শোকের নয়-সুখের! | নুরুল হক নুর |15 August | M Sakhawat Hossain | Awami League | bnanews24

১৫ আগস্ট ১৯৭৫ সালে, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধানমণ্ডির ৩২ নম্বরের নিজ বাসায় সেনাবাহিনীর কতিপয় বিপথগামী সেনাসদস্যের হাতে সপরিবারে নিহত হন। সেদিন তিনি ছাড়াও নিহত হন তার স্ত্রী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব। এছাড়াও তাদের পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনসহ নিহত হন আরো ১৬ জন।

দেশের বাইরে থাকায় বেঁচে যান শেখ হাসিনা ও তার ছোটবোন শেখ রেহানা ৷প্রতি বছর ১৫ আগস্ট জাতি গভীর শোক ও শ্রদ্ধায় স্মরণ করে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল সদস্যদের, পালিত হয় জাতীয় শোক দিবস ৷ এইদিন জরুরি সেবাছাড়া দেশের সরকারি- আধা সরকারি স্বায়িত্বশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকে।
কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের কারণে এবার জাতীয় শোক দিবস পালিত হবে কীনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

জাতীয় শোক দিবসটি বাতিল করার জন্য আওয়ামী লীগ বিরোধী দলগুলো অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্ঠা ড. মুহাম্মদ ইউনূসকে ক্রমাগত চাপ দিয়ে যাচ্ছে। গত সোমবার আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোট ছাড়া অন্য রাজনৈতিক দলগুলো অন্তবর্তীকালীন সরকারের সঙ্গে এই ব্যাপারে বৈঠকও করেছে। এই অবস্থায় অন্তবর্তীকালীন সরকার নির্বাহী আদেশে ১৫ আগষ্ট সরকারি বন্ধ বাতিল করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এদিকে আগস্ট মাসকে জাতীয় বিপ্লবের মাস ঘোষণার দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টাদের সঙ্গে বৈঠক শেষে রাত সাড়ে আটটার দিকে দলটির সভাপতি নুরুল হক বলেছেন ১৫ আগস্ট আমাদের শোকের নয়, এটা আমাদের সুখের ও শান্তির মাস।’ তিনি ১৫ আগস্টের সরকারি ছুটি বাতিল করতে বলেছেন বলেও জানান।

নুরুল হক দাবি করেন, আওয়ামী ‘ফ্যাসিস্ট শক্তি’ ১৫ আগস্ট থেকে ২১ আগস্টের মধ্যে ঢাকায় একটা তাণ্ডব চালানোর মহাপরিকল্পনা নিয়েছে। এর বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি তাঁরাও জনতার মঞ্চ গঠন করে ঢাকাসহ সারা দেশে অবস্থান নেবেন।

প্রসঙ্গত, সোমবার বিকেলে বিএনপির নেতাদের সঙ্গে প্রথম বৈঠক করেন ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টারা। এরপর জামায়াতে ইসলামী, এবি পার্টি, গণ অধিকার পরিষদসহ আরও কয়েকটি দলের সঙ্গে পর্যায়ক্রমে বৈঠক করে। এছাড়া রোববার জামায়াত ইসলামীর সঙ্গে নুরুল হকের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ এক বৈঠক করে। এতে আওয়ামী লীগের ১৫ আগষ্ট ঘোষিত কর্মসূচী প্রতিহত করার বিষয়টি গুরুত্ব পায়।

এদিকে ১৫ অগাস্ট জাতীয় শোক দিবসে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। এ জন্য নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুমতি চাওয়া হয়েছে বলে জানিয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

তিনি বলেন, ‘এই কর্মসূচিকে ঘিরে দলের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন সরকারের কাছে আবেদন করা হয়েছে। ওই এলাকার নিরাপত্তার জন্য দলের পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে চিঠি পাঠানো হয়েছে। আমরা আশা করি সেই অনুমতি দেওয়া হবে।’

এর আগে রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে দলীয় নেতাকর্মীদের ধানমণ্ডি ৩২ নম্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর অনুরোধ জানান।

সবমিলিয়ে দেশ আবারও একটি সংঘাতময় অস্থিতিশীল পরিবেশের দিকে যাচ্ছে বলে মনে করছে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

সৈয়দ সাকিব
বিএনএ নিউজ টুয়েন্টিফোর

Комментарии

Информация по комментариям в разработке