বন্টননামা দলিলে যে সকল বিষয় উল্লেখ থাকা প্রয়োজন bonton nama dolil পর্ব ৩

Описание к видео বন্টননামা দলিলে যে সকল বিষয় উল্লেখ থাকা প্রয়োজন bonton nama dolil পর্ব ৩

বন্টন নামা দলিলে সম্পত্তির মালিকানা বা স্বত্ত কি ভাবে আসল, কেন বন্টন করা হচ্ছে, কি ভাবে ভাগ করা হয়েছে, অংশীদারদের তালিকা, কে কোন অংশ পাবে ইত্যাদি বন্টননামা দলিলে উল্লেখ থাকতে হবে।
বন্টন নামা দলিলের মূল কপি কার কাছে থাকবে এবং অন্যান্ন অংশীদারদের প্রয়োজন হলে কে মূল দলিলটি উপস্থাপন করবে এই কথাগুলো দলিলের মধ্যে অন্তর্ভূক্ত করে দেওয়া উত্তম।
প্রতিলিপির স্ট্যাম্প শুল্ক বাবদ ৫০ থেকে ১০০ টাকা করে খরচ করে, দলিলের যতগুলো পক্ষ থাকে, ততগুলো প্রতিলিপি নিবন্ধন করে নেওয়া যায়।
বন্টন নামা দলিলে সকল পক্ষকেই সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে, কোন মাইনর পারসন মানে নাবালক থাকলে তার পক্ষে তার আইনগত অভিভাবক অংশগ্রহণ করতে পারে।

Комментарии

Информация по комментариям в разработке