Tribute to my ex band SELF PORTRAIT - 'কেউ কোথাও নেই'

Описание к видео Tribute to my ex band SELF PORTRAIT - 'কেউ কোথাও নেই'

২০১৩ সালের ২০শে এপ্রিল ছিলো শৈশবের এক লালিত স্বপ্নপূরণের দিন। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিলো একটা ব্যান্ড হবে নিজের, হব রকস্টার। হাজার হাজার, লাখ লাখ দর্শকের সামনে মাথা ঝাঁকিয়ে কাঁপাবো মঞ্চ। থাকবে ব্যান্ডের একটি অ্যালবাম যেখানে আমার কন্ঠে মুখরিত হিবে একেকটি গান। হ্যাঁ সেই দিনটি ছিলো আমার সেই ব্যান্ডের প্রথম অ্যালবাম মুক্তির দিন।

বলছিলাম আমার এক্স ব্যান্ড 'সেল্ফ পোর্ট্রেট' ব্যান্ডের কথা। বলছিলাম সেই অ্যালবামের কথা যার নাম 'তোমরা এবং পৃথিবী'। ২০০৯ সালে ব্যান্ডে জয়েন করার পর কত স্মৃতি বিজড়িত মুহুর্ত সঙ্গী আমাকে এখনও তাড়া করে বেড়ায় ২০১৬ সালে ব্যান্ড ছেড়ে যাওয়ার পর থেকে। প্রথম অ্যালবাম মুক্তির ৮ বছর হতে চললো। আমার এখনও মনে পড়ে প্রথম রেকর্ডিংয়ের কথা।

যাই হোক প্রথম রেকর্ডিংয়ের প্রসঙ্গ যখন চলেই এলো তখন বলি অ্যালবামের জন্য আমার ভয়েসেই রেকর্ড করা প্রথম গানটি হলো 'কেউ কোথাও নেই'। এমনকি এই গানটা সেল্ফ পোর্ট্রেটের প্রথম কম্পোজ করা গান। প্রথম অ্যালবাম স্মৃতিচারণের উদ্দেশ্যেই ভাবলাম আমার এক্স ব্যান্ডকে একটা ছোট্ট ট্রিবিউট দেই সেই রেকর্ডকৃত আমার প্রথম গান 'কেউ কোথাও নেই' গেয়ে।

আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে 👍 বাটনে ক্লিক করবেন। পাশাপাশি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।

--------------------------------------------------------------
কেউ কোথাও নেই।
কথাঃ শাহরিয়ার ইমতিয়াজ সৈকত।
সুর ও কম্পোজিশনঃ সেল্ফ পোর্ট্রেট।
অ্যালবামঃ তোমরা এবং পৃথিবী (২০১৩)।

রাতের আকাশে আজ ওঠেনি চাঁদ
জানালার কার্নিশে আজ বইছে না বাতাস
চেনা মানুষ চেনা কথন
চেনা আমি চেনা ভুবন

আজ শোনায় বিদ্রুপেরই গান
আমার শূন্যতাকে।।

ভাবনা আমার সবই আছে দৃষ্টিতে
কেউ কোথাও নেই
আজ শোনায় বিদ্রুপেরই গান
আমার শূন্যতাকে।

অচেনা ছায়াগুলো আমাকে বন্দী করে
কালো বৃত্তের মাঝে
আমার রাহী মন শূন্যতা
কষ্টের বাসা বাঁধে।

ভাবনা আমার সবই আছে দৃষ্টিতে
কেউ কোথাও নেই
আজ শোনায় বিদ্রুপেরই গান
আমার শূন্যতাকে।।

[Itz just a tribute.
The song copyright goes to only SELF PORTRAIT.]

Комментарии

Информация по комментариям в разработке