Tribute to great great Shahnaz Rahmat Ullah - 'খোলা জানালায় চেয়ে দেখি'

Описание к видео Tribute to great great Shahnaz Rahmat Ullah - 'খোলা জানালায় চেয়ে দেখি'

#খোলা_জানালায়_চেয়ে_দেখি_তুমি_আসছো
#Tribute_To_শাহনাজ_রহমতউল্লাহ্

ছোট্ট একটা মজার কথা শেয়ার করি। সম্ভবত নব্বইয়ের দশকের শুরু মাঝামাঝি দিকের ঘটনা সেটা। বয়স বড়জোর আট কি নয় কিবা দশ হবে। বাংলাদেশ টেলিভিশন মানে বিটিভি একটাই চ্যানেল ছিলো। স্যাটেলাইট চ্যানেল তখনও পর্যন্ত ঈদের চাঁদের মত ব্যাপার ছিলো। তো যেটা বলছিলাম। এক মহিলা সঙ্গীতশিল্পীর একক সঙ্গীতানুষ্ঠান চলছিলো। বাপ রে কি এক ফেসিয়াল এক্সপ্রেশন তাঁর। ঘোলাটে চোখ, খোলা চুল, কপালে বড় কালো টিপ, আর কানে রঙ-বেরঙের ঝুমকা দুল। আমি ভয়ে দৌড়ে পালাতাম। পাশের রুম থেকে একটা গান বেজে আসতো আর ভাবতাম এত মিষ্টি কন্ঠ!!!!

সেই "খোলা জানালা চেয়ে দেখি তুমি আসছো, জানাতে সুপ্রভাত মন বাতায়নে" - গানটি কানে যতবারই ভেসে আসতো মুগ্ধ হয়ে শুধু শুনেই যেতাম পাশের রুম থেকেই। তিনি হলেন দেশবরেণ্য শ্রদ্ধেয়া শাহনাজ রহমতউল্লাহ্। এরপর আস্তে আস্তে বড় হতে থাকলাম আর উনার গান শুনতে শুনতে বড় হলাম। আর ভয় কাটিয়ে উনার যাদুকরী কন্ঠের ক্রমশ প্রেমে পড়তে থাকলাম।

১৯৯২ সালে একুশে পদক প্রাপ্ত এই গুণী শিল্পী দু'বছর আগে ২০১৯ সালে ৬৭ বছর বয়সে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। এত এত তাঁর গাওয়া গান যার প্রায় সবকটিই পেয়েছিলো শ্রোতাপ্রিয়তা। তাই আজ তাঁকে উৎসর্গ করে একটা দুঃসাহস করে ফেললাম। যে গানটা শুনেই আমি তাঁর মন্ত্রমুগ্ধ একজন শ্রোতা হয়েছিলাম, সেই "খোলা জানালায় চেয়ে দেখি" গানটি গেয়ে তাঁর মত একজন গুণী শিল্পীকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি।

ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নিচে থাকা (👍) বাটনে চাপ দেবেন। আর সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটি। পাশাপাশি (🔔) আইকনে চাপ দিয়ে নোটিফিকেশন অন করে রাখুন যাতে আমার এই চ্যানেলের নিত্যনতুন ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থিত হয়।
--------------------------------------------------------------

খোলা জানালায় চেয়ে দেখি
কথাঃ মুকুল চৌধুরী
সুরঃ রাজা হোসেন খান।

খোলা জানালায় চেয়ে দেখি তুমি আসছো
জানাতে সুপ্রভাত মন বাতায়নে।।

মনের আঙ্গিনা ঝরা ফুলে সাজানো
শুধু তাই মালা গাঁথিতে মন চায়।
লাগে দোল বনানী কৃষ্ণচূড়া।।

তোমার ছবিটি মনে মনে এঁকে যাই
মনে হয় এ জীবন মধুময়।।
মনে মোর থাকে না হারিয়ে যাই।।

Комментарии

Информация по комментариям в разработке