#make

Описание к видео #make

পান বরজতৈরি করতে হলে যা যা প্রয়োজন, সাত্ তারের কট সুতা, 36 তারের কট সুতা, পেলা দেওয়ার জন্য 8 হাতকরে একেকটা । খুন্তি এক-একটা সাত হাতকরে। একটা খুন্তি। প্রথমে জমি সুতা দিয়ে স্কয়ার করে নিবেন। দৈর্ঘ্যের দিকে এক প্রান্তে যদি 20 হাত হয় দৈর্ঘ্যের অপর প্রান্তে 20 হাত নিতে হবে। প্রস্থ এক প্রান্তে দশ হাত হইলে অপরপ্রান্তে দশ হাত নিতে হবে। তারপর চারহাত অন্তর অন্তর খুঁটি পুঁতে নিতে হবে চারিদিকে দিয়ে। তারপরে মাটি ছাড়া পাঁচ হাত ওপরে আর বাস বেঁধে দিতে হবে। প্রতিটি গ্যাপের মাঝখানে একটা করে মোটা কট বেঁধে দিবেন। তারপরে চাঁদা চারহাত অন্তর অন্তর যে খুঁটি পোতা আছে সেই জায়গায় একটা করে মোটা কট বাঁধতে হবে। মনে রাখবেন 2000 অন্তর অন্তর একটা করে পান বরজের লাইন হবে অর্থাৎ দুই হাত অন্তর অন্তর একটা করে দিলেই হবে । মোটা কট বাধা শেষ হয়ে গেলে দুই হাত পেলেই এর মাঝখানে তিনটা করেছি কোন সাঁতারের কট লাগিয়ে দিতে হবে অর্থাৎ সাত্তারের কট একমাথা বাঁধতে হবে। এবার আসেন লম্বালম্বি দিকে অর্থাৎ দৈর্ঘ্য যদি 20022 হাত করে মোটা কেটে নিবেন এগুলি ঠিক আগের মতোই দুইহাত অন্তর অন্তর বেঁধে দিবেন। মনে রাখতে হবে দুই হাত অন্তর অন্তর দৈর্ঘ্যের এক প্রান্তে মোটাসোটা বাঁধতে হবে ঠিক একইভাবে প্রস্থের একদিকে বা এক প্রান্তে দুইহাত অন্তর অন্তর সুতা বেঁধে দিতে হবে। সুতা বাধার আগে যে কাজটা করতে হবে সেটা হল 4 হাতের যে গ্যাপ অর্থাৎ এক খুঁটিথেকে আরেক খুঁটির দূরত্ব হলো চার হাত চার হাত গ্যাপ এর মাঝখানে একটা করে পেলা বেঁধে দিতে হবে। পেলা ঠিক মতো সেট করে নিয়ে টানা দিতে হবে। টানা যদি ভালো না হয় আপনার বর টিকবে না। টানা দেওয়া হয়ে গেলে প্রতিটি সুতা অপরপ্রান্তে টাইট করে বেঁধে দিবেন ভিডিওতে যেভাবে দেখানো আছে। সুতা বাধা হয়ে গেলে গাঁট বন্ধন দিবেন। গাঁট বন্ধন দেওয়া হয়ে গেলে চালের উপরে খড় দিয়ে দিবেন। 4 কাঠা জমির জন্য আমার যত টুকু কটসুতা লেগেছে মোটা সুতা 15কেজি চিকন সুতা 5 কেজি।

Комментарии

Информация по комментариям в разработке