শচীন দেব বর্মন | পৈত্রিক বাড়ি | এস ডি বর্মন | Sachin Dev Burman | Ancestral Home | SD Burman

Описание к видео শচীন দেব বর্মন | পৈত্রিক বাড়ি | এস ডি বর্মন | Sachin Dev Burman | Ancestral Home | SD Burman

#অন্বেষা
#anwesha
#Sachin Dev Burman
#Sachin Dev Burman's ancestral home

শচীন দেব বর্মন পহেলা অক্টোবর ১৯০৬ সালে জন্মগ্রহণ করেন। ভারতীয় বাংলা ও হিন্দি গানের কিংবদন্তিতুল্য ও জনপ্রিয় সংগীত পরিচালক, সুরকার, গায়ক ও লোকসংগীত শিল্পী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে উঠেছিলেন এবং আজও তার জনপ্রিয়তা কমেনি। তাকে এসডি বর্মণ বলেও উল্লেখ করা হয়। গীতিকার হিসেবে তিনি ছিলেন সার্থক। তার ছেলে রাহুল বর্মন ভারতের বিখ্যাত সঙ্গীত পরিচালক ও সুরকার ছিলেন। তার ছাত্রী পরবর্তীতে সহধর্মিনী মীরা দেব বর্মণ গীতিকার হিসেবে বিশেষ খ্যাতি অর্জন করেন।
বাবা ছিলেন নবদ্বীপ চন্দ্র বর্মন ত্রিপুরার চন্দ্রবংশীয় মানিক্য রাজ পরিবারের সন্তান এবং মা নিরুপমা দেবী ছিলেন মনিপুর রাজ বংশের মেয়ে। কুমিল্লার চর্থা এলাকায় ১৯০৬ সালে শচীন দেব বর্মন জন্মগ্রহণ করেন। ত্রিপুরার আগরতলায় কুমার বোর্ডিং স্কুলে তার প্রাথমিক শিক্ষা সম্পন্ন হয়। বাবা নবদ্বীপ তাকে কুমিল্লা ভর্তি করে দেন ইউসুফ স্কুলে, তারপর কুমিল্লা জেলা স্কুলে। ১৯২০ সালে ম্যাট্রিক পাস করেন। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে আই এ এবং বি এ পাস করেন। ১৯২৪ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় ভর্তি হন। ১৯২৫ থেকে ১৯৩০ সাল পর্যন্ত কৃষ্ণচন্দ্রদে এর কাছে সংগীত প্রথাগত তালিম নেয়া শুরু। এরপর একে একে কলকাতার বিখ্যাত ওস্তাদদের কাছ থেকে বাদ্যযন্ত্র এবং সঙ্গীত শিক্ষা গ্রহণ করেন। ১৯৩২ সালে প্রথম গ্রামোফোন রেকর্ড বের হয় হিন্দুস্থান মিউজিক্যাল প্রোডাক্ট থেকে। ১৯৩৭ সালে রজনী নামক চলচ্চিত্রের মাধ্যমে তার সঙ্গীত পরিচালনার জীবন শুরু হয়। ৮০ টির মত হিন্দি চলচ্চিত্রে সংগীত পরিচালনা করেন। ১৯৩৪ নিখিল ভারত সম্মেলনে গান গেয়ে স্বর্ণপদক লাভ করেন। ১৯৬৯ সালে তিনি ভারত সরকারের পদ্মশ্রী এবং জাতীয় চলচ্চিত্র হিন্দি গানে নেপথ্য শিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। ১৯৭৫ সালের ৩১ অক্টোবর মুম্বাই তার মৃত্যু হয়

সূত্রঃ উইকিপিডিয়া

Комментарии

Информация по комментариям в разработке