Bare Act - বেয়ার এ্যক্ট কি? বার কাউন্সিল পরিক্ষার প্রস্তুতির জন্য আপনার জানতে হবে।

Описание к видео Bare Act - বেয়ার এ্যক্ট কি? বার কাউন্সিল পরিক্ষার প্রস্তুতির জন্য আপনার জানতে হবে।

সরকারের মূদ্রিত মূল আইনের কপি বা বইকে বলে Bare Act (বেয়ার এ্যক্ট), যেটা আইন পড়া এবং আইন বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ন।

আচ্ছা আপনার কি কেউ কখন Barefoot কথাটা শুনেছেন? এর মানে হচ্ছে খালি পায়ে, অর্থাৎ পায়ে অতিরিক্ত কিছু পরা নেই। তাহলে বেয়ার মানে বুঝতেই পারছেন, Bare মানে খালি / শুধু / কেবলমাত্র। এখন বুঝুন বেয়ার এক্ট কি? Bare Act মানে কেবলমাত্র আইন / শুধু আইন …

এখন যখন কেউ বলছে বেয়ার এক্ট কিনো বা বেয়ার এ্যক্টটা নিয়ে আসো তার মানে হচ্ছে কেবল মাত্র আইনটা নিয়ে আসো.. কোন বই নয়। এখন এই বেয়ার এ্যক্টটা সরকার সরকারী ভাবে বাধাই করে বই আকারে প্রকাশ করে।

কেন বেয়ার এক্ট পড়ব

এখন প্রশ্ন আসতে পারে কেন আমি বেয়ার এক্ট পড়ব / কিনব? কেন আমি অন্য গাইড বই কিনব না বা কেন আমি ভালো লেখকের বই কিনবো না।

উত্তর হচ্ছে; বেয়ার এ্যক্টে কোর আইনটা যেই ভাষায় হয়েছে (বাংলা বা ইংরেজি) সেই ভাষাতেই থাকে তার ফলে সেটা সরাসরি পড়ে বুঝলে অতিরিক্ত কনফিউশনের উৎপত্তি হয় না। যেকোনো পরীক্ষায় মূল বিষয়টা নিজে বোঝার কারণে সঠিক ভাবে উত্তর প্রদান করা যায়। যেখানে অনেক গাইড বইতেই ভুল থাকে, আবার অনেক সময় একেক বইতে একেক ভাবে বুঝানে থাকে যা অনেক সময় সঠিক নাও হাতে পারে বা কনফিউশন তৈরি করতে পারে।

আবার আপনি যখন বেয়ার এক্ট পড়বেন তখন আপনি খুব সহজেই আইনের ভাষা বুঝবেন সহজে বোঝার ক্ষমতা তৈরি হবে সহজে রেফারেন্স দিতে পারবেন এবং মূল বেয়ার এক্ট বারবার পড়ার কারণে আপনার মনে আইনটির একটা ইমেজ তৈরি হয়ে যাবে যা আপনা মনে করতে সাহায্য করবে। আবার আপনি যখন প্রাকটিসে আসবে আদালত বা সিনিয়র প্রথমে বেয়ার এ্যক্টকেই ভরসা করবে এবং সেটাই আপনাকে আগে রেফার করতে হবে।

------------------------------------------------------------------------------------------------------------------

যে কোন আইনি প্রফেশনাল হেল্প পেতে
আমাদের ফেসবুকে নক করুন এই লিংকে:   / lawhelpbd​  
অথবা ই-মেইল করুন এই ঠিকানায়: [email protected], [email protected] অথবা
আমাদের সাইট ভিজিট করুন -
আমাদের মেইন (ইংরেজি)ওয়েবসাইট: https://www.lawhelpbd.com​
আমাদের বাংলা ওয়েবসাইট: https://bangla.lawhelpbd.com

আমাদের আইনের লেকচার, বই ও টিউটোরিয়াল পেতে চোখ রাখুন: https://ainpathshala.com এ
---------------

রচনা ও উপস্থাপনায়
অ্যাডভোকেট রায়হানুল ইসলাম
প্রধান সম্পাদক, ল হেল্প বিডি
পরিচালক, আইন পাঠশালা
সময় নিতে যোগাযোগ করুন: +8801711386146 (বিকাল ৫ - রাত ৯ টা)

#Bare_Act #Bangladesh_Bar_Council #বেয়ার_এক্ট

Комментарии

Информация по комментариям в разработке