Amar mon o chora jay go - amar pran bhomora ay go

Описание к видео Amar mon o chora jay go - amar pran bhomora ay go

"আমার মন চোরা যায় গো মন নিয়ে যায়।
এমন নিঠুর কালা ফিরিয়া না চায়।।
ছল করে ভোলা মন, হরিয়ে নব যৌবন।
বিজলী লহরে যেন গগনে পলায়।।
হৃদ কমল মধু ভরা, লুটিয়ে যৌবন চোরা।
প্রেম সাগরে আঁখির নীরে হাদীরে ভাসায়।।
আমার প্রাণ ভোমরা আয় গো হৃদ বাগানে আয়।
প্রেমাধিনীর হৃদ কমলে মধু ভেসে যায়।।
যতনে যৌবন কলি, তুষিতে রাখিয়াছি তুলি।
বাহারে ফুটিল অলি, কোন বনে বেড়ায়।।
রূপে বালা ঝলমল, হৃদ কমল টলমল।
যৌবন সমীরে সদায়, হেলায় দোলায়।।
প্রাণ হাদী গাউছ ধন এসে কর মধু পান।
কমল মঞ্জরী যেন টুটিয়ে না যায়।।"

~ হজরত মাওলানা আব্দুল হাদী কাঞ্চনপুরী (রাঃ)

Комментарии

Информация по комментариям в разработке