ড্রাগন ফল চাষে ফুল হয় ফল হয়না,ড্রাগন এর ফুলের হাত পরাগায়ন পদ্ধতি/dragon fruit hand pollination

Описание к видео ড্রাগন ফল চাষে ফুল হয় ফল হয়না,ড্রাগন এর ফুলের হাত পরাগায়ন পদ্ধতি/dragon fruit hand pollination

#DragonFruit#krishibondhu#pollination
ড্রাগন ফল বিদেশী ফল হলেও আমাদের দেশে বর্তমানে এটি ব্যপক ভাবে চাষ হচ্ছে,ছাদ বাগান বলুন আর মাঠে বলুন সবখানেই ড্রাগন ফলের চাষ হয় বাংলাদেশে।
কিন্ত এ চাষে বর্তমানে যটি প্রধান সমস্যা হিসেবে দেখা দিচ্ছে তা হলো ফুল হচ্ছে কিন্ত ফল হচ্ছে না, যেটির অন্যতম প্রধান কারন হচ্ছে পরাগায়ন না হওয়া।আমরা জানি ড্রাগনের ফুল রাতের বেলায় ফুটে এবং সেই ফুলটি বেশীক্ষণ স্হায়ী হয় না,কিন্ত এই সময়ের মধ্যই তাকে পরাগায়ন হতে হবে।যদি এই স্বল্প সময়ের মধ্যে এটির পরাগায়ন না হয় তাহলে সেটিতে ফল হবে না, এছাড়াও আমরা যদি এর ফুলের দিকে তাকাই তাহলে দেকব এদের স্ত্রী অংশ বা গর্ভ দন্ডটি সামনের দিকে থাকে ফলে অনেক সময় দেখা যায় এই কারনেও সেটির পরাগায়ন হয় না।তাই ড্রাগন ফল চাষের এই সমস্যার হাত থেকে রক্ষার জন্য হাত পরাগায়ন করে দিতে হয়।আমরা যে কেউ খুব সহজেই এই কাজটি করতে পারি।

Комментарии

Информация по комментариям в разработке