প্রিয় দর্শক
এই পর্বের মাধ্যমে আমি আলোচনা করেছি খতিয়ানের আনার হিসাব।।
আপনি ব্যাংকে চাকুরী করেন । অথবা আপনি কোন জমি কেনার জন্য মনস্থির করেছেন। কিন্তু আপনার সাহস হচ্ছে না জমি কেনার । কারণ আপনি জমির হিস্যা বুঝতে পারেন না। আপনি সিএস খতিয়ানে যে সাংকেতিক আনা, গন্ডা, কড়া, ক্রান্তি, তিল চিহ্ন আছে, সেগুলো বুঝতে পারেন না। ফলে, আপনি জমি কিনতে ঠকার আশঙ্কা করছেন। আবার ব্যাংকে চাকুরী করেন হেতু, ঋণ দেওয়ার সময় জিমির অংশ ঠিকঠাক মতো আছে কিনা, তা জানার জন্যও আনা, গন্ডা, কড়া, ক্রান্তি এবং তিলের হিসাব জানা দরকার ।
আপনার জানার জন্য নিচে সহজ করে আনা, গন্ডা, কড়া, ক্রান্তি ও তিলের সম্পর্কে আলোচনা করা হলে। প্রথমেই আমরা আনা , গন্ডা, কড়া, ক্রান্তি ও তিলের সাংকেতিক চিহ্ন এর সাথে পরিচিত হই। নিচে , আনা, গন্ডা, কড়া, ক্রান্তি ও তিল এর সাংকেতিক চিহ্নসহ ব্যাখ্যা করা হলোঃ
/=১ আনা
৵=২ আনা
৶=৩ আনা
I=৪ আনা
I/=৫ আনা
I ৵=৬ আনা
I ৶=৭ আনা
II=৮ আনা বা অর্ধেক
II/=৯ আনা
II ৵=১০ আনা
II ৶=১১ আনা
৸=১২ আনা
৸/=১৩ আনা
৸ ৵=১৪ আনা
৸ ৶=১৫ আনা
১=১৬ আনা
আনা, গন্ডা, কড়া ও ক্রান্তির মধ্যে সম্পর্ক কি ?
এতক্ষণ, আমরা আনা, গন্ডা, কড়া,ক্রান্তি, তিল এর সংকেত সম্পর্কে জেনেছি। এখন আমাদের এই আনা, গন্ডা, কড়া ক্রান্তি, তিল এককগুলোর মধ্যে পারস্পারিক সম্পর্ক জানতে হবে। এদর পারস্পারিক সম্পর্ক না জানলে সম্পত্তির অংশ ভাগ করা কঠিন হয়ে যায়। অন্যদিকে, আনা, গন্ডা, কড়া, তিল এর মধ্যে সম্পর্ক জানা থাকলে , সম্পত্তির বন্টন সঠিক আছে কিনা, তা সহজেই জানা যায়।
চিহ্ন হতে অংশ নির্ণয়
খতিয়ানে মোট জমি ২৫০ শতাংশ । খতিয়ানে অংশ বন্টনের সময় সর্বনিম্ন একক হিসাবে ক্রান্তিকে ব্যবহার করা হয়েছে। সুতরাং সকল অংশ বা চিহ্নকে ক্রান্তিতে প্রথমে পরিণত করতে হবে।
পাচ আনা = ৫ x ২০ = ১০০ গন্ডা । সুতরাং মোট গন্ডা ১০০ + ১০ = ১১০ গন্ডা
আমরা জানি ৪ কড়ায় ১ গন্ডা । সুতরাং ১১০ গন্ডা = ৪ x ১১০ = ৪৪০ কড়া । তাহলে মোট কড়া হলো ৪৪০ + ১ = ৪৪১ কড়া।
আমরা জানি ৩ ক্রান্তি = ১ কড়া । সুতরাং ৪৪১ কড়া = ৩ x ৪৪১ = ১৩২৩ ক্রান্তি । তাহলে মোট ক্রান্তি ১৩২৩ + ১ = ১৩২৪ ক্রান্তি । সুতরাং I/১০I/ দ্বারা ১৩২৪ ক্রান্তিকে বুঝানো হয়েছে।
আমরা জানি ১৬ আনা = ৩৮৪০ ক্রান্তি।
মোট জমি = ১৬ আনা = ২৫০ শতাংশ
সুতরাং ৩৮৪০ ক্রান্তি = ২৫০ শতাংশ । কিন্তু আমাদের খতিয়ানে আছে, ১৩২৪ ক্রান্তি । অর্থাৎ ৩৮৪০ ক্রান্তির মধ্যে আবুল হোসেন অংশ ১৩২৪ ক্রান্তি । সুতরাং ১৩২৪ ক্রান্তি সমান কত শতাংশ তা আমাদের বের করতে হবে।
আমরা জানি ৩৮৪০ ক্রান্তি = ষোল আনা = ২৫০ শতাংশ জমি । সুতরাং ১৩২৪ ক্রান্তি = (২৫০ x ১৩২৪)/৩৮৪০ = ৮৬.১৯৭৯ শতাংশ ।
আসুন I/১০I/ কে ক্রান্তিতে পরিণত করি। আবার মনে করি এখানে পাচ আনা ১০ গন্ডা এক কড়া ১ ক্রান্তির কথা বুঝানো হয়েছে।
#আনারহিসাব #কড়াক্রান্তিরহিসাব
Contact Information-
Phone- 01671-043256
E-mail- [email protected]
Facebook Page- / advocateamirhamza.lemon
Instagarm- / advocatelemon
Twitter- / advocatelemon
Информация по комментариям в разработке